আজকাল ওয়েব ডেস্ক: বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই? কিন্তু ঘটনা সত্যি! অস্কারজয়ী হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটন নিজেই মুখ ফসকে বলে ফেলেছেন যে তিনি কাজ করছেন ‘ব্ল্যাক প্যান্থার ৩’-এ! মার্ভেল এখনও কিছু ঘোষণা না করলেও, পরিচালক রায়ান কুগলার জানিয়ে দিলেন—এই চরিত্রটা তিনি শুরু থেকেই লিখেছেন শুধুমাত্র ডেনজেলের জন্য!

‘৭ পিএম ইন ব্রুকলিন উইথ কারমেলো অ্যান্থনি’ পডকাস্টে রায়ান কুগলার বলেন, “আমি প্রথম দিন থেকেই ওঁর (ডেনজেলের) সঙ্গে কাজ করতে চেয়েছি। উনি একজন জীবিত কিংবদন্তি, নিজের সংস্কৃতির উপর ওঁর প্রভাব তুলনারহিত। এই চরিত্রটা আমি অনেক আগে থেকেই ওঁকে ভেবেই লিখেছি।”

 

২০২৩ সালের নভেম্বরেই এক সাক্ষাৎকারে ডেনজেল ওয়াশিংটন বলেন, “রায়ান কুগলার আমার জন্য ব্ল্যাক প্যান্থার-এর পরবর্তী ছবির জন্য একটা চরিত্র লিখছেন।” আর ডেনজেলের এই মন্তব্যেই নেটপাড়ায় বিস্ময় ও খুশির তুফান ওঠে। পরে ভ্যারাইটি  অ্যাওয়ার্ডস সার্কিটে -এ তিনি স্বীকার করেন, এটা বলা ঠিক হয়নি। “আমি রায়ানকে ফোন করে ক্ষমা চেয়েছিলাম। সব শুনেটুনে ও বলল, ‘কোনও সমস্যা নেই।”


এই ছবির সঙ্গে ডেনজেলের একটা গভীর মানসিক সম্পর্কও রয়েছে। প্রয়াত চ্যাডউইক বোসম্যান একাধিকবার প্রকাশ্যে স্বীকার করেছেন, ডেনজেল ছিলেন তাঁর জীবনের বড় অনুপ্রেরণা। বোসম্যান একবার বলেছিলেন—ডেনজেল ওয়াশিংটন তাঁর পড়াশোনার খরচ দিয়েছিলেন, যা তিনি কখনও ভুলবেন না।

 

৭০ বছর বয়সে ফের ‘ওথেলো’ নাটকে অভিনয়, স্টিভ ম্যাককুইনের সঙ্গে একটি সিনেমা, রায়ান কুগলারের ব্ল্যাক প্যান্থার ৩, ‘হ্যানিবল’-এর গল্প নিয়েও রয়েছে একটি ছবি । আর তারপরেই ডেনজেল ওয়াশিংটনের কথায়, “ব্যাস! এরপরেই অবসর নিয়ে নেব।”


এই অস্কারজয়ী অভিনেতার নিজের কথায়, “আর বেশি ছবিতে অভিনয় করব না। তবে যেটা করব, চাই সেটা যেন চ্যালেঞ্জিং হোক।”