মার্ভেল দুনিয়ায় ফের ঝড় তুলতে চলেছেন পরিচালক রায়ান কুগলার। ‘সিনার্স’–এর প্রচারের মাঝে এক অনুষ্ঠানে এসে একপ্রকার নিশ্চিত করেই দিলেন তাঁর পরের ছবি হতে চলেছে ‘ব্ল্যাক প্যান্থার ৩’! যদিও মার্ভেলের স্বভাবসিদ্ধ গোপনীয়তা বজায় রেখে খুব বেশি কিছু না বললেও তাঁর স্বীকারোক্তি, দেহভঙ্গি, ইঙ্গিত- সব মিলিয়ে পরিষ্কার, ‘ওয়াকান্ডা’র গল্প আবার ফিরছে পর্দায় । শুধু তাই নয়, তাঁর কথায় এমন ইঙ্গিত মিলেছে যে এই ছবিরমাধ্যমেই হয়তো মার্ভেল ইউনিভার্সে পা রাখতে চলেছেন অস্কারজয়ী বিশ্ববিখ্যাত অভিনেতা ডেনজেল ওয়াশিংটন!

ওই অনুষ্ঠানে কুগলারকে যখন 'ব্ল্যাক প্যান্থার ৩' ছবি নিয়ে জিজ্ঞেস করা হয়, তিনি হাসতে হাসতে বলেন,
“হয়তো তোমার জায়গায় থাকলে বলতাম, ‘আমি পুরোপুরি হ্যাঁ-ও বলছি না আবার না-ও করছি না’… তবে হ্যাঁ, এই বিষয়টি নিয়ে আমরা সবাই মিলে জোরদার চেষ্টা চালাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের আগামী ছবি।”পরিচালকের এই সরল স্বীকারোক্তি মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে দেয় ভক্তদের মধ্যে।

২০১৮ সালে চ্যাডউইক বোসম্যানের নেতৃত্বে শুরু হওয়া ব্ল্যাক প্যান্থার ফ্র্যাঞ্চাইজি একেবারে সাংস্কৃতিক বিপ্লবের মতো প্রভাব ফেলেছিল। কিন্তু ২০২০-এ চ্যাডউইকের মৃত্যু গোটা পৃথিবীকেই কাঁপিয়ে দেয়। তাঁর অনুপস্থিতিতেই তৈরি হয় ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকাণ্ডা ফরএভার’, যেখানে শুরি (লেটিশিয়া রাইট) কেন্দ্রস্থলে এসে ভাইয়ের উত্তরাধিকার রক্ষা করেন। সেই ছায়া থেকেই বেরিয়ে নতুন অভিযানের দিকে হাঁটছে মার্ভেল।
২০১৮-এর প্রথম ‘ব্ল্যাক প্যান্থার’ শুধু একটি সিনেমা ছিল না, এটি হয়ে উঠেছিল সাংস্কৃতিক বিপ্লব। আফ্রো-ফিউচারিস্টিক ডিজাইন, ওয়াকান্ডার রাজনীতি, এবং সর্বোপরি চ্যাডউইক বোসম্যানের আইকনিক টি’চালা-এগুলি আজও হলিউডে আলাদা মর্যাদা ধরে রেখেছে।
কিন্তু ২০২০-এ তাঁর অকালপ্রয়াণ মার্ভেল ছবির সংস্থার-র জন্য বিশাল ধাক্কা।‘ওয়াকাণ্ডা ফরএভার’-এ পরিচালক তাঁর স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে গল্প এগিয়ে নেন। শুরি নতুন ব্ল্যাক প্যান্থার হন, আর রামোন্ডার মৃত্যু গল্পে আবেগের সুনামি আনে।
কিছুদিন আগে ডেনজেল ওয়াশিংটন নিজেই জানিয়েছিলেন, কুগলার নাকি তাঁর জন্য ব্ল্যাক প্যান্থার ৩–এ একটি চরিত্র লিখছেন। পরে কুগলারও তা নিশ্চিত করেন। তাঁর কথায়, “ডেনজেলের সঙ্গে কাজ করার জন্য মুকিয়ে রয়েছি। যদি উনি এই ছবির জন্য আগ্রহী হন, তাহলে তো হবেই এই ছবি।” এই মন্তব্যের পরেই জল্পনা ছড়ায়, তাহলে কি ডেনজেল নতুন ভিলেন? নাকি ওয়াকান্ডার কোনও রহস্যময় অভিভাবক? মার্ভেল অবশ্য মুখে কুলুপ এঁটেছে।অন্যদিকে, কবে শুটিং শুরু হবে এই ছবির, এই প্রশ্ন ওঠতেই কুগলারের জবাব,“ খুব বেশি অপেক্ষা করতে হবে না।”অর্থাৎ খুব শিগগিরিই ক্যামেরা চলবে, এমনটাই আন্দাজ।
চ্যাডউইক প্রথম ব্ল্যাক প্যান্থার হিসেবে এমসিইউ-তে প্রবেশ করেন ২০১৬-র ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এ। এরপর ‘ইনফিনিটি ওয়ার’ ও ‘এন্ডগেম’-এ তিনি হয়ে ওঠেন ফ্যান-ফেভারিট। তাঁর মৃত্যুর পরও ওয়াকান্ডার গল্প থামেনি। রামোন্ডা, ম’বাকু, ওকোয়ে, ডোরা মিলাজে...সবাই মিলে এগিয়ে নিয়েছে একটি জাতির লড়াই।
কিন্তু 'ব্ল্যাক প্যান্থার ৩'-এর গল্প এখনও রহস্যে ঢাকা। চুরি যাবে ক্ষমতা? ফিরে আসবে কি কোনও পুরোনো শত্রু? নাকি একেবারে নতুন দিশায় হাঁটবে ওয়াকান্ডা?একের পর এক ইঙ্গিত, অর্ধেক-খোলা গোপন তথ্য আর ডেনজেলের সম্ভাব্য এন্ট্রি -সব মিলিয়ে মার্ভেল দুনিয়ায় এখন একটাই প্রশ্ন -ওয়াকাণ্ডা ফরএভার… কিন্তু হবেটা কী এই নতুন ছবিতে?
