সংবাদ সংস্থা মুম্বই: ২০২৩-এর ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ছবি ‘অ্যানিম্যাল’। ছবিতে মুখ্য চরিত্রে রণবীর কাপুর অভিনয় করলেও খলচরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন বলিউড অভিনেতা ববি দেওল। ‘অ্যানিম্যাল’-এর মাধ্যমে নিজের অভিনয় জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ধর্মেন্দ্র-পুত্র। ছবিতে তাঁর চরিত্র নিয়ে সমালোচনার ঝড় উঠলেও দারুণ প্রশংসিত হয়েছিল ববি দেওলের কাজ। ৩ ঘণ্টা ২১ মিনিটের ছবিতে তাঁর চরিত্র খুব একটা বেশি সময় না পেলেও সীমিত সময়েই পর্দায় নজর কেড়েছেন ধর্মেন্দ্র-পুত্র। সে অ্যাকশন সিকোয়েন্স হোক কিংবা আবেগপ্রবণ দৃশ্য। তবে সারা ছবি জুড়ে ববির মুখে শোনা যায়নি টুঁ শব্দ। কারণ তাঁর চরিত্রটাই যে ছিল মূক ও বধির। 

 

তা কেন নিজের ছবির প্রধান খলচরিত্রকে মূক ও বধির হিসাবে দর্শকের সামনে পেশ করেছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। ‘অ্যানিম্যাল’ পরিচালকের কথায়, “বহু ছবিতেই দেখা যায় খলনায়ক ফোনে গালাগাল দেয় নায়ককে। পাল্টা জবাবে গরমাগরম সংলাপ ছুঁড়ে দেন নায়ক। এসব দৃশ্যে বস্তাপচা হয়ে গিয়েছে দেখতে দেখতে। তাই দর্শকের স্বাদবদল করতেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তার উপর একজন পর্দার দুর্ধর্ষ খলনায়ক যদি মূক ও বধির হয়, স্বভাবতই তাকে ঘিরে আগ্রহ বাড়ে...”


এই তুমুল বিতর্কিত ছবি সম্পর্কে ববি বলেছিলেন, ‘‘সমাজে যা কিছু হয়, একজন ছবি নির্মাতা তা থেকেই প্রভাবিত হয়ে ছবি বানান। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে। আমরা কেউ প্রচার করছি না। আমরা স্রেফ অভিনয় করছি। যদি মানুষ সেটা দেখে ‘রিলেট’ না করতে পারতেন, তা হলে ছবি এত হিট হত না।’’