সংবাদ সংস্থা মুম্বই: ফের বিতর্কে পরিচালক রামগোপাল বর্মা। এবার এই বিতর্কের দরুণ বড়সড় বিপাকে পড়লেন 'সত্যা' ছবির পরিচালক। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের ছবি বিকৃত করে সমাজমাধ্যমে পোস্ট করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে! ইতিমধ্যেই রামগোপালের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা।
অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার মদ্দিপাদু থানায় রামগোপাল বার্মার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে অভিযোগ দায়ের করেছেন তেলেগু দেশম পার্টির (টিডিপি) নেতা রামালিঙ্গম। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় চিত্র পরিচালক যে ছবি পোস্ট করেছেন তা অত্যন্ত আপত্তিকর। এর জেরে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী ও তাদের পরিবারের সম্মানহানি হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার দামোদর বলেন, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তাঁর পুত্র তথা রাজ্যের মন্ত্রী লোকেশ, পুত্রবধূ ব্রাহ্মণী ও উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের বিকৃত ছিবি সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ উঠেছে। যার জেরে রবিবার রামগোপালের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যেই তথ্য প্রযুক্তি আইনে ওই চিত্র পরিচালকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে এই প্রথম নয়, অতীতেও রামগোপাল বর্মা টিডিপি নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, রামগোপাল বর্মার শেষ ছবি 'ব্যোহাম' প্রাথমিকভাবে ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে মার্চ মাসে তা মুক্তি পায়। অবশ্য ছবি মুক্তির আগে একাধিক বিতর্কের মুখোমুখি হয় সেই ছবি।
২০০৯ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে নির্মিত হয় এই সিনেমাটি। আর এই ছবির প্রচারের সময়তেই সমাজমাধ্যমে পোস্টগুলি করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে এফআইআরে।
