রণবীর কাপুরের সঙ্গে ২০১৩ সালে তিনি তৈরি করেছিলেন ‘বম্বে ভেলভেট’। ছবিটি বক্স অফিসে প্রত্যাশা একেবারেই পূরণ করতে পারেনি। উল্টে মুখ থুবড়ে পড়েছিল। ছবির সেই ব্যর্থতার স্মৃতি আজও যেন রয়ে গিয়েছে পরিচালক অনুরাগ কাশ্যপের মনে। নিজের নতুন ছবি নিশানচি-র প্রচারে গিয়ে তিনি ফের খুলে বললেন রণবীরকে নিয়ে তাঁর কাজ করার অভিজ্ঞতার কথা।
এক সাক্ষাৎকারে অনুরাগ বলেন, “রণবীর এমন একজন অভিনেতা, যে ভরসা করলেই সম্পূর্ণ ডুবে যায়। একসময় ও অনেক পরীক্ষা-নিরীক্ষা করত, কিন্তু ‘বম্বে ভেলভেট’-এর পর...সে ব্যর্থতার জন্য আমি নিজেকে দায়ী মনে করি—ও অভিনেতা হিসেবে যেন কিছুটা থেমে গেল, আত্মসংশয়ে ভুগল।”
পরিচালকের দাবি, শুধু তাঁর ছবিই নয়, ভাই অভিনব কাশ্যপের ‘বেশরম’ আর অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস’—একসঙ্গে টানা তিনটি ছবির ব্যর্থতা যেন রণবীরের পরীক্ষামূলক চরিত্র বেছে নেওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।
‘রণবীর ভুল করে না’ মন্তব্য অনুরাগের। তাঁর সাফ কথা, “ওর কাজের প্রতি ওর কমিটমেন্ট অসাধারণ। পেঅশাদারিত্ব। কোনও ভুল করে না, ভুলটা হয় পরিচালকদের। একটা ভাল ছবি সবাই মিলে তৈরি হয়, কিন্তু খারাপ ছবি তৈরির দায় স্রেফ পরিচালকের।"এই স্বীকারোক্তি শুধু রণবীরের অভিনয়যাত্রাকেই নতুন আলোয় দেখায় না, বরং এক পরিচালক হিসেবেও নিজের দায়বদ্ধতা প্রকাশ করে অনুরাগ।
অতীতের ছায়া, ভবিষ্যতের মহাযজ্ঞ নিয়েও মুখ খুলেছেন গ্যাংস অফ ওয়াসেপুর ছবিখ্যাত এই পরিচালক। যদিও সময় এখন বদলেছে। ২০২৩-এ সন্দীপ রেড্ডি ভঙ্গার অ্যানিম্যাল রণবীরের ফিল্মি কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য এনে দেয়। বিশ্বব্যাপী ছবিটি সংগ্রহ করে প্রায় ৮০০ কোটি টাকা। অনুরাগ মনে করেন, অ্যানিম্যাল নিজেই ছিল এক্সপেরিমেন্ট, আর সেখানে রণবীর আবার নিজের ভরসা রেখেছিলেন পরিচালকের উপর।
এখন রণবীরের সামনে আরও বড় চ্যালেঞ্জ—নীতেশ তিওয়ারির রামায়ণ। দুই খণ্ডে মুক্তি পেতে চলা এই পৌরাণিক মহাকাব্যে রণবীর 'রামের' চরিত্রে। ছবিতে 'রাবণ' হবেন যশ, 'সীতা' সাই পল্লবী, 'হনুমান' সানি দেওল, 'জটায়ু' অমিতাভ বচ্চন আর লক্ষ্মণ রবি দুবে। ব্যাকগ্রাউন্ড স্কোর করবেন দুই অস্কারজয়ী - এ আর রহমান ও হলিউড কিংবদন্তি হ্যান্স জিমার। দীপাবলি ২০২৬-এ মুক্তির লক্ষ্য নিয়েই এগোচ্ছে এই সিনেমা।
একদিকে বম্বে ভেলভেট-এর ব্যর্থতার দায় মেনে নেওয়া অনুরাগ, অন্যদিকে রামায়ণ-এর মতো মহাপরিকল্পনার মুখ রণবীর—দর্শকরা এখন তাকিয়ে আছেন, ভবিষ্যৎ কি আবার প্রমাণ করবে, প্রতিশ্রুতির জায়গায় রণবীর সত্যিই অনন্য?
প্রসঙ্গত, গ্যাংস অফ ওয়াসেপুর (পার্ট ১ ও ২) ভারতীয় ছবির জগতের এক অবিস্মরণীয় মাইলফলক। অনুরাগ কাশ্যপের পরিচালনায়, এই ছবির সিরিজ রাজনীতি, প্রতিশোধ, এবং দখলের অন্ধকার দুনিয়া তুলে ধরেছিল, যা ওয়াসিপুরের কয়লা মাফিয়া কেন্দ্রিক। বছরের পর বছর, ভক্তরা গুঞ্জন তুলে ফেলেছিল, ‘তৃতীয় পর্ব তো আসবে, নিশ্চয়ই আসবে!’ কিন্তু এবার সেই গুঞ্জনকে অবশেষে থামালেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। বললেন, “অনুরাগ এই ছবি বানাবে না। আমিও তাই থাকছি না, তাই ছবিটা হবে কীভাবে?”
সাক্ষাৎকারে যখন নওয়াজকে তৃতীয় পর্ব নিয়ে প্রশ্ন করা হয়, নওয়াজউদ্দিন একটুও সময় নষ্ট না করে সোজাসুজি জানিয়ে দেন, “অনুরাগ ওয়াসেপুর ৩ বানাবে না। আর আমি তাতে অভিনয়ও করব না।” তিনি আরও বলেন, “…আমি প্রতিদিন এমন প্রস্তাব পাই, কেউ বলে যে শুধু আমার চরিত্র ফয়জল খানকে কেন্দ্র করে একটা ছবি বানানো উচিত!”
অন্য এক সাক্ষাৎকারে, অনুরাগ কাশ্যপ ‘গ্যাংস অফ ওয়াসিপুর ৩’ তৈরির বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেছিলেন। স্পষ্টভাবে অনুরাগ বলেছিলেন, “আমি এখন নতুন গল্প বলতে চাই, ‘ওয়াসেপুর ইউনিভার্স’ তৈরি করা আমার উদ্দেশ্য নয়। সবকিছু এখন ইউনিভার্স বানানোর দিকে যাচ্ছে, কিন্তু আমি সেই ট্রেন্ডে যেতে চাই না।" মজা করে তিনি আরও বলেন, “যদি আমার চিকিৎসা করানোর জন্য প্রয়োজনই টাকাপয়সা ফুরিয়ে আসে তবে হয়তো ‘ওয়াসেপুর ৩’ বানানোর কথা ভাবব। শুধুমাত্র চিকিৎসার টাকা তুলতে!” মজার মনে হলেও, অনুরাগ কাশ্যপের এই মন্তব্যে অন্তর্নিহিত অর্থ কিন্তু পরিষ্কার।
