সংবাদ সংস্থা মুম্বই: নীতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এর প্রথম ঝলকেই মুগ্ধ দেশ। রণবীর কাপুরের রাম-রূপ মাত্র কয়েক সেকেন্ডের ঝলকেই ভাইরাল, দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পুরো কাস্টকে বড়পর্দায় দেখার জন্য। কিন্তু, এই চূড়ান্ত উত্তেজনার মধ্যেও ১৯৮৭ সালের রামানন্দ সাগরের ‘রামায়ণ’ অনেকের কাছেই আজও ‘অরিজিনাল রামায়ণ’। আর সেই ধারাবাহিকে ‘রাম’-এর ভূমিকায় থাকা অরুণ গোভিল এবার নতুন রামায়ণ ছবিতে হচ্ছেন রামের পিতা রাজা দশরথ!

এই খবর সামনে আসতেই নস্ট্যালজিয়া আর কনফিউশন দুই'ই ছড়িয়েছে দর্শকমনে। অবশেষে মুখ খুললেন সেই সীতাও — অর্থাৎ অভিনেত্রী দীপিকা চিকলিয়া, যিনি ‘রামায়ণ’ টেলিভিশন ধারাবাহিকে সীতার চরিত্রে অমর হয়ে আছেন।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে দীপিকা স্পষ্ট বলেন, “আমি অরুণজিকে সবসময় রাম রূপেই দেখেছি। নিজেকেও সীতা ছাড়া অন্য চরিত্রে কল্পনা করিনি। সেই মানুষটাই যদি হঠাৎ করে দশরথ হয়ে যান, তাহলে সেটা আমার কাছে একেবারে কল্পনার বাইরে।” তিনি আরও বলেন, “রাম মানেই অরুণজি, ওঁকে দশরথ হিসেবে ভাবা সত্যিই কঠিন। তবে এটা অবশ্যই ওঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু এমন দীর্ঘদিনের ইমেজ ভাঙা খুব কঠিন।”
এরপর এক বিস্ময়কর দাবি করেছেন আনেন দীপিকা — “আমাকে তো এই প্রজেক্টে নেওয়ার জন্য কেউ যোগাযোগই করেননি। মনে হয়, ওরা চেষ্টাও করেনি আমার সঙ্গে কথা বলার।” তবে তিনি স্পষ্ট জানান, নতুন রামায়ণে অন্য কোনও চরিত্র তিনি করতে পারতেন না। “আমি একবার সীতা হয়েছি, এখন আর রামায়ণে অন্য কোনও চরিত্রে নিজেকে ভাবতে পারি না।” তবে মহাভারত বা শিবপুরাণের মতো অন্য ধর্মীয় কাহিনিভিত্তিক ছবিতে কাজ করতে আপত্তি নেই বলেই জানান দীপিকা।
