সংবাদসংস্থা মুম্বই: গোটা দেশজুড়ে ছড়িয়ে রয়েছে গায়ক, অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের অনুরাগীরা। পছন্দের গায়কের সুরে মাতোয়ারা তাঁরা। সাম্প্রতিককালে দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, অমদাবাদ, লখনউ, পুণে, এমনকী কলকাতার বুকে সুরের জাদু ছড়িয়েছেন দিলজিৎ। 

 


শুধু যে তাঁর গানের ভক্তদের সংখ্যা বাড়ছে তা নয়। দিলজিৎ অনুরাগীদের মন জয় করেছেন অভিনয়ের মাধ্যমেও। তাঁকে শেষ দেখা গিয়েছিল ইমতিয়াজ আলি পরিচালিত ছবি 'অমর সিং চমকিলা'য়। দিলজিৎ দোসাঞ্জ এবং পরিণীতি চোপড়া অভিনীত সেই ছবি ওটিটি  ২০২৪-এ একাধিক পুরস্কার পেয়েছে।

 


কিন্তু এবার একেবারে নয়া অবতারে চমকে দিলেন দিলজিৎ। সমাজ মাধ্যমে ভাগ করলেন নিজের রক্তমাখা ক্লান্ত মুখের ছবি। যা দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। জানা যাচ্ছে, দিলজিৎ-এর এই লুক তাঁর আসন্ন ছবি 'পাঞ্জাব ৯৫'-এর। 

 


শুটিং ফ্লোর থেকে ছবি ভাগ করে দিলজিৎ লেখেন, "অন্ধকারকে আহ্বান জানাই। দেখা হবে ফেব্রুয়ারিতে।" ছবিটি যে ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে তার আঁচ দিয়েছেন তিনি। 'পাঞ্জাব ৯৫'-এ মানবাধিকার সংগ্রামী 'যশবন্ত সিং খালরা'র চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ। ছবিতে তাঁর প্রথম ঝলক সামনে আসতেই দারুণ উত্তেজিত অনুরাগীরা।