বক্স অফিসে দুরন্ত গতিতে ছুটছে ‘ধুরন্ধর’। রণবীর সিং অভিনীত এই স্পাই থ্রিলারটি ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই অসাধারণ দাপট দেখাচ্ছে। আদিত্য ধর পরিচালিত ছবিটি এবার এক নতুন নজির গড়ল। সবচেয়ে কম সময়ে ৫০০ কোটি টাকা আয় করা হিন্দি ছবির রেকর্ড এখন ‘ধুরন্ধর’-এর দখলে। মাত্র ১৫ দিনেই এই কৃতিত্ব অর্জন করেছে ছবিটি।

ছবির প্রযোজনা সংস্থা জিও স্টুডিয়োজ তাদের অফিসিয়াল এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে বক্স অফিস আপডেট শেয়ার করেছে। জানানো হয়েছে, শুক্রবার, মুক্তির ১৫তম দিনে ‘ধুরন্ধর’ ভারতের বক্স অফিসে আয় করেছে ২৩.৭০ কোটি টাকা। এর ফলে দেশের মোট বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ৫০৩.২০ কোটি টাকা। পোস্টে লেখা হয়, ‘ইতিহাস নতুন করে লেখা হল, সবচেয়ে দ্রুত ৫০০ কোটি।’

উল্লেখ্য, এর আগে সবচেয়ে দ্রুত ৫০০ কোটি টাকার গণ্ডি পেরনোর রেকর্ড ছিল ‘পুষ্পা ২: দ্য রুল’-এর দখলে। আল্লু অর্জুন অভিনীত প্যান-ইন্ডিয়া তেলুগু ছবিটি ১১ দিনে ৫৫২.১ কোটি টাকা আয় করেছিল। তবে হিন্দি ছবির ক্ষেত্রে ‘ধুরন্ধর’ ছাপিয়ে গেল শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’-এর রেকর্ড, যা ১৮ দিনে ৫০৫.৯৫ কোটি টাকা তুলেছিল। পাশাপাশি, রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী ২’ ২০২৪ সালে ২২ দিনে ৫০৩.২৫ কোটি টাকা আয় করেছিল।

‘ধুরন্ধর’-এর সাফল্যে অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললেন রণবীর। একসময় টানা হিট ছবির নায়ক হয়েও সাফল্যে টান পড়েছিল তাঁর। গত কয়েক বছরে একের পর এক ছবির ব্যর্থতা যেন প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিল তাঁর কেরিয়ারে। ২০২৩ সালে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ সেই ছবিটা কিছুটা হলেও বদলায়। প্রকৃত পরীক্ষাটা ছিল ‘ধুরন্ধর’। বড় বাজি, বড় প্রত্যাশা, সব কিছুর ভার ছিল এই ছবির কাঁধে। আর সেই পরীক্ষাতেই বাজিমাত করলেন রণবীর। যেন আবার প্রমাণ করে দিলেন, তিনি এখনও দৌড়ে এগিয়ে থাকা নায়কদেরই একজন।

ব্লকবাস্টার সাফল্যের কয়েক দিন পর অবশেষে নিজের প্রথম প্রতিক্রিয়া জানান রণবীর। তাও একেবারে ভিন্ন ঢঙে। সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘ধুরন্ধর’ ছবির একটি সংলাপ শেয়ার করেন রণবীর। ছবিতে আর. মাধবনের চরিত্রের বলা সেই সংলাপ ছিল, ‘ভাগ্যের খুব সুন্দর একটা অভ্যাস আছে। সময় এলেই ও বদলে যায়। কিন্তু এখন… নজর আর ধৈর্য।’