সমাজ মাধ্যমকে ব্যবহার করেই শাসকের উদ্দেশে একের পর এক অপ্রিয় প্রশ্ন করে চলেন। প্রশ্ন ওঠান বিভিন্ন সামাজিক বিষয় নিয়েও, যা ভাবায় নেটিজেনদের। কোনও রাজনৈতিক দলের প্রার্থী না হয়েও নেটপাড়ার অন্যতম জনপ্রিয় নায়ক ইউটিউবার। সম্প্রতি, ধ্রুব রাঠি একটি ভিডিও শেয়ার করে অনলাইনকে উত্তাল করে তুলেছেন। ভিডিওতে তিনি আলোচনা করেছেন শাহরুখ খানের  সম্পদ এবং ব্র্যান্ড এন্ডর্সমেন্ট নিয়ে।

ধ্রুবের ভিডিওতে বলা হয়েছে, শাহরুখ এখন বিলিয়নিয়ার। অভিনেতার সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রায় ১২,৪০০ কোটি টাকা।! সেই প্রসঙ্গ টেনে ভিডিওতে  ধ্রুব বলেন, “শাহরুখ খান এখন বিলিয়নিয়ার হয়ে গিয়েছেন। এই পরিমাণ টাকা কল্পনাও করা যায় না। ভারতীয় মুদ্রায় এটি প্রায় ১২,৪০০ কোটি টাকার সমান। কীভাবে এত সম্পদ সামলানো যায়, ভাবতেই কষ্ট হয়।”

ভিডিওতে  শাহরুখের বার্ষিক খরচের একটি হিসেবে তুলে ধরেন ধ্রুব, যার মধ্যে রয়েছে লাক্সারি প্রপার্টি, প্রাইভেট জেট এবং হোলিডে। এই ইউটিউবারকে আরও বলতে শোনা যায়, এই জীবনযাপন শুরুর পরেও তার সম্পদ প্রায় অপরিমেয়। এরপরেই ধ্রুব প্রশ্ন তোলেন , এত অগাধ সম্পত্তির মালিক হয়েও কেন শাহরুখ এখনও  পান মশলার মতো ক্ষতিকারক জিনিসের প্রচার করছেন। তাঁর প্রশ্ন, “এই পরিমাণ অর্থ কি যথেষ্ট নয়? যদি যথেষ্ট হয়েই থাকে, তা হলে পানমশলার মতো খারাপ জিনিসের বিজ্ঞাপন করার কী এমন প্রয়োজন?”

ধ্রুব উল্লেখ করেছেন, শোনা যায় শাহরুখকে এ ধরনের বিজ্ঞাপনের জন্য ১০০ থেকে ২০০ কোটি টাকা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যদি দেশের শীর্ষ অভিনেতা এমন জিনিসের প্রচার বন্ধ করে দেন, তাহলে তার সামাজিক প্রভাব দেশের উপর কী হতে পারে— সেটাও বিবেচনা করা উচিত। ভিডিওর শেষ অংশে ধ্রুব তাঁর ফলোয়ারদের আহ্বান জানিয়েছেন, যাতে তাঁর এই বার্তা শাহরুখের কাছে পৌঁছায়।

শাহরুখ বর্তমানে সিদ্ধার্থ আনন্দের 'কিং' ছবির শুটিংয়ে ব্যস্ত। ছবিতে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং আরশাদ ওয়ার্সি-র মতো তারকারা।