বলিউডের এক যুগের অবসান। প্রয়াত ধর্মেন্দ্র। দীর্ঘ লড়াই শেষ করে মুম্বইয়ে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা।

নেটমাধ্যমে আগাগোড়াই সক্রিয় ছিলেন ধর্মেন্দ্র। কখনও প্রিয় কবিতার পঙক্তি, কখনও আবার জীবনের খুঁটিনাটি ভাগ করে নিতেন অনুরাগীদের সঙ্গে। অভিনেতার ইনস্টাগ্রামে এখনও জ্বলজ্বল করছে তাঁর শেষ পোস্ট। ২৬ সেপ্টেম্বর ধর্মেন্দ্র তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন—নীল রঙের স্যুট পরে। মুখে সেই চেনা হাসি। সঙ্গে পোস্ট করেছিলেন হৃদয়ছোঁয়া একটি কবিতা, ‘আজকাল গাম-এ-দৌড়ান সে দূর, গাম-এ-দুনিয়া সে দূর... আপনে হি নাশে মে ঝুমতা হু।’ যার সারমর্ম— দুঃখ, পৃথিবীর আদবকায়দা, আর কিছুই ছুঁতে পারে না তাঁকে। নিজের মতো করে হয়তো নিজেকে নিয়েই মগ্ন ছিলেন অভিনেতা।

এটিই ছিল শেষবারের মতো তাঁর গভীর অনুভূতির প্রকাশ। তাঁর জীবন-দর্শন। শারীরিক দুর্বলতার মাঝেও আত্মমগ্ন হয়েই শেষ কয়েকটা দিন কাটিয়ে নিতে চেয়েছিলেন অভিনেতা। তখন থেকেই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছিল।

ছয় দশকেরও বেশি বিস্তৃত তাঁর অভিনয়জীবনে ধর্মেন্দ্র হয়ে উঠেছিলেন হিন্দি সিনেমার অন্যতম স্তম্ভ। কখনও অ্যাকশন-হিরো, কখনও মৃদুভাষী রোমান্টিক নায়ক, কখনও আবার নিখাদ কমেডি—সব ক্ষেত্রেই তিনি ছিলেন অপ্রতিরোধ্য। তাঁর উপস্থিতিই সাফল্যের সংজ্ঞা বুঝিয়েছিল এক প্রজন্মের বলিউডকে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dharmendra Deol (@aapkadharam)