বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে বুধবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসকেরা নিশ্চিত করেছেন যে তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

চিকিৎসক ড. প্রতীত সামদানী সংবাদসংস্থাকে জানান, “ধর্মেন্দ্রজিকে সকাল প্রায় ৭টা ৩০ মিনিটে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাঁর চিকিৎসা এখন বাড়িতেই চলবে।”

ধর্মেন্দ্রর ছেলে সানি দেওল ও ববি দেওল, স্ত্রী হেমা মালিনী এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন যখন তাঁকে হাসপাতাল থেকে বাড়ি আনা হয়। গত কয়েক সপ্তাহ ধরে ধর্মেন্দ্রর শরীর ভাল ছিল না, এবং মাঝে মাঝেই তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছিল।

মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে গুজব ছড়ায় যে ধর্মেন্দ্রর মৃত্যু হয়েছে। তবে দ্রুতই তাঁর পরিবার সেই ভুয়ো খবর উড়িয়ে দিয়ে জানায় যে অভিনেতা জীবিত এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। স্ত্রী হেমা মালিনী, কন্যা ঈশা দেওল এবং অন্যান্য পরিবারের সদস্যরা সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে ভক্তদের আশ্বস্ত করেন যে ধর্মেন্দ্র এখন স্থিতিশীল অবস্থায় আছেন।

সেই দিন ধর্মেন্দ্রর পাশে ছিলেন তাঁর সন্তান সানি, ববি, এষা, ভাইপো অভয় দেওল, এবং স্ত্রী হেমা মালিনী। মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের সবাইকে হাসপাতালে দেখা যায়।

মঙ্গলবার আমির খান ও তাঁর বান্ধবী গৌরী স্প্র্যাট ধর্মেন্দ্রকে দেখতে হাসপাতালে যান। তার আগে সোমবার সন্ধ্যায় শাহরুখ খান ও সলমন খান এই বর্ষীয়ান অভিনেতার সঙ্গে দেখা করতে হাসপাতালে উপস্থিত হয়েছিলেন।

ধর্মেন্দ্রকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘তেরি বাতোঁ মেঁ আইসা উলঝা জিয়া’ সিনেমায়, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন শাহিদ কাপুর ও কৃতি স্যানন। তাঁর পরবর্তী ছবি ‘ইক্কিস’, যা পরিচালনা করছেন শ্রীরাম রাঘবন এবং এতে অভিনয় করছেন অগস্ত্য নন্দা। এই যুদ্ধভিত্তিক ছবিটি ডিসেম্বর ২০২৫-এ মুক্তি পাওয়ার কথা।

বর্তমানে ধর্মেন্দ্রর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। চিকিৎসকরা নিয়মিত তাঁর স্বাস্থ্যের উপর নজর রাখছেন, আর পরিবার চাইছে তিনি যেন শান্ত পরিবেশে বাড়িতেই দ্রুত আরোগ্য লাভ করেন।

প্রসঙ্গত, সোমবার, ১০ নভেম্বর রাতে সলমন খান থেকে শুরু করে শাহরুখ খান, আরিয়ান খান এক এক করে হাসপাতালে আসেন বর্ষীয়ান অভিনেতাকে দেখতে। অন্যদিকে তাঁর বাড়ির সামনে বসানো হয় ব্যারিকেড। এরপরই রটতে থাকে তাঁর মৃত্যুর ভুয়ো খবর। রাত পোহাতে, আরও একবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। 

মঙ্গলবার সকাল সকাল ফের রটে যায় ধর্মেন্দ্রর মৃত্যুর খবর। আর বারংবার এই ঘটনায় ক্ষুব্ধ অভিনেতার বাড়ির লোকজন। 

হেমা মালিনী ক্ষোভ উগরে এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে লেখেন, 'যেটা ঘটছে যে ক্ষমার অযোগ্য। সংবাদমাধ্যম কীভাবে এভাবে ভুয়ো খবর ছড়াতে পারে তাও এমন একজনকে নিয়ে যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন? এটা অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ। পরিবারকে সম্মান দিন। আমাদের প্রাইভেসি দিন।'