নিজস্ব সংবাদদাতা: বিয়ের চার বছর হয়ে গিয়েছে দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়ের। প্রথম থেকেই স্বভাবে দু’জনে ভিন্ন। গৌরব স্বভাবে অন্তর্মুখী। অন্য দিকে, দেবলীনা প্রাণোচ্ছল ও বহির্মুখী। নিজেদের মধ্যে বেশ কিছু পার্থক্য থাকলেও বন্ধুত্বই তাঁদের বেঁধে রেখেছে, এমনটাই দাবি করেন তাঁরা।
গৌরবকে কখনও নাচের তালে পা মেলাতে দেখেননি দর্শক। তবে এবার সেই 'বিরল' ঘটনাটি ঘটালেন স্ত্রী দেবলীনা। স্টেজে একসঙ্গে উত্তম কুমারের গানে পা মেলালেন দেবলীনা-গৌরব। 'বনপলাশীর পদাবলী'র গান 'দেখুক পাড়া পড়শিতে'র ছন্দে দেখা গেল জুটিকে।
নাচের অনুষ্ঠানের ঝলক ভাগ করে দেবলীনা লেখেন, 'যারা আমাদের চেনে, তারা জানে আমার এই পাশের মানুষটা নাচের থেকে শতহস্ত দূরে, কিন্তু বিয়ে হয়েছে এমন একজনের সাথে যে সারাদিন নেচে বেড়াচ্ছে। তাই অগত্যা আর কি !কেউ সারাজীবন কথা রাখতে পারেনা, কিন্তু মাঝে মাঝে রাখলে ভাল লাগে, এই যা। আমার আর লাই হারাওবার তরফ থেকে তোমাকে একটা বিগ থ্যাঙ্ক ইউ। আমাদের ১৫ বছরের জার্নির অংশ হওয়ার জন্য ধন্যবাদ।'
দেবলীনার এই পোস্টে গৌরবের প্রশংসা করেছেন টলিউডের বহু তারকা থেকে নেটিজেনরা। দাম্পত্য মানে একে অপরের পছন্দের জিনিসটাও আপন করে নেওয়া, তা আরও একবার প্রমাণ করলেন গৌরব-দেবলীনা।
