এখনও ফিকে হয়নি ‘ধূমকেতু’র আলো। হইহই করে ছবি দেখতে প্রেক্ষাগৃহে দর্শকের ঢল। তার মাধেই নতুন চমক দেবের। আরও একবার তাক লাগালেন ‘রঘু ডাকাত’ হয়ে আবির্ভূত হয়ে।

লম্বা চুল, সুঠাম চেহারা, কপালে সিঁদুরের টিকা আর চোখে তেজ— দেবকে এমন ভাবে আগে দেখা যায়নি বললে অত্যুক্তি হবে না। বুধবার মুক্তিপ্রাপ্ত ছবির প্রথম গান ‘জয় কালী’-তে ভক্তি আর মহিমার তীব্র মেলবন্ধনে পর্দা কাঁপিয়ে তুললেন অভিনেতা। এসভিএফ ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের প্রযোজনায় এই গানটি পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পুজোর ছবির এক দুর্দান্ত সূচনা, যেখানে ফুটে উঠেছে বাংলার কিংবদন্তি বিদ্রোহীর অনন্য কাহিনি।

এই ছবির জন্য নিজেকে পুরোপুরি ভেঙে নতুন ভাবে গড়ে তুলেছেন দেব। পর্দায় সেই পরিবর্তন স্পষ্ট। খড়্গ হাতে দেবী বন্দনায় বিশ্বাসযোগ্য অভিনেতা। নিজেকে সম্পূর্ণ ভাবে সঁপে দিয়েছেন চরিত্রের কাছে। ‘খাদান’-এর পর ফের ‘রঘু ডাকাত’-এর এই গানে মনপ্রাণ দিয়ে নাচতে দেখা গেল তাঁকে।

‘জয় কালী’ শুধু গান নয়, এটি এক আধ্যাত্মিক আহ্বান। দেব রূপান্তরিত হয়ে রঘুর চরিত্রে যেন মা কালীর অগ্নিশক্তির অবতার। সিঁদুর মেখে আরাধনা মগ্ন রঘু ভক্তির সঙ্গে মাতৃশক্তির ক্রোধ আর দুর্জয় শক্তিকে যেন ধারণ করেছে। আত্মসমর্পণ করেছে সেই শাশ্বত দেবীর কাছে, যিনি সর্বদা তার পাশে। ভিজ্যুয়ালে যেমন ঝলমলে দৃশ্য, তেমনই প্রবল আবেগ— দেবের সঙ্গেই সোহিনী সরকার এবং রূপা গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি যোগ করেছে আরও গভীরতা।

রথিজিত ভট্টাচার্য সুরারোপ, সংগীতায়োজন ও প্রোগ্রামিং করেছেন অসাধারণ দক্ষতায়। সুগত গুহর লেখনী ভক্তি আর বিদ্রোহকে এক সুরে বেঁধেছে। ইশান মিত্র, শ্রেয়া ভট্টাচার্য ও রথিজিত ভট্টাচার্যের শক্তিশালী কণ্ঠ গানটিকে রূপ দিয়েছে এক অনন্য সাউন্ডস্কেপে, যেখানে প্রবল শক্তি আর ভক্তির আবেগ মিলেমিশে একাকার।
‘জয় কালী’-র মুক্তির সঙ্গে তৈরি হল ছবির আবহ। ইতিহাসের পটভূমিতে দাঁড়িয়ে লোককথা এবং কল্পনার মেলবন্ধনে গড়া এই কাহিনি দর্শকদের সামনে তুলে ধরবে চিরন্তন বিদ্রোহের মহাকাব্য। প্রথম গানই ইতিমধ্যেই জনমনে তোলপাড় সৃষ্টি করেছে। বাণিজ্যিক ছবির ‘সুপারহিট নায়ক’ দেবকে পর্দায় নতুন অবতারে চাক্ষুষ করে উচ্ছ্বসিত অনুরাগীরা।
 
মুক্তির পরেই ‘জয় কালী’র ধ্বনি বাংলার গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে সর্বত্র। বাড়ছে প্রতীক্ষা—রঘুর মহাগাথা দেখতে অপেক্ষা শুধু পুজো পর্যন্ত।

স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে তুলে সেই দিন মুক্তি পায় ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’-এর অফিসিয়াল টিজার। দৈর্ঘ্য মাত্র ১ মিনিট ৪৭ সেকেন্ড। কিন্তু তাতেই উঠে এসেছে ব্রিটিশ শাসকদের ভয়ঙ্কর দমননীতি, রক্তক্ষয়ী অত্যাচার এবং সেই অন্ধকারের মধ্যেই এক বিদ্রোহী যোদ্ধার উত্থান। সাধারণ মানুষকে রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নিয়ে, প্রতিশোধের আগুনে জ্বলে ওঠেন দেব—রঘু ডাকাতের ভূমিকায়।
 
চলচ্চিত্রে দেবের পাশাপাশি অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ঈধিকা পল, ওম সাহানি, রূপা গঙ্গোপাধ্যায় এবং অ্যালেক্স ও’নেল।