সুজিত রিণো দত্তের পরিচালনায় পর্দা কাঁপিয়েছিলেন দেব ও যিশু সেনগুপ্ত। বক্স অফিসেও ঝড় তুলেছিল 'খাদান'। এমনকী বাংলার প্রেক্ষাগৃহে আল্লু অর্জুনের 'পুষ্পা ২'-কেও জনপ্রিয়তায় ছাপিয়ে গিয়েছিল এই ছবি। বিপুল সাফল্যের পর আসছে 'খাদান'-এর সিক্যুয়েল। 

 

২০২৬-এর বছর শুরু হতেই একের পর এক চমক দিচ্ছেন দেব। এবার ঘোষণা করলেন 'খাদান ২'-এর মুক্তির দিনক্ষণের। সমাজমাধ্যমে ছবির টিমের সঙ্গে ছবি ভাগ করে দেব লেখেন, ২০২৭ সালের বড়দিনে অর্থাৎ ২৫ ডিসেম্বর বড়পর্দায় আসছে এই ছবি। 

 

'খাদান'-এর প্রথম ভাগের ক্লাইম্যাক্স দৃশ্যের শেষেই দেব যদিও ঘোষণা করে দিয়েছিলেন এই ছবির। কিন্তু সিক্যুয়েলের গল্প কোন প্রেক্ষাপটে হবে? 'খাদান'-এ দেখা গিয়েছে মধুর স্ত্রী লতিকা সন্তানসম্ভবা। যে চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল। এদিকে কোলিয়ারি অঞ্চলের মাফিয়ারাজ, সিন্ডিকেটের দৌড়াত্ম সবমিলিয়ে একাধিক প্লট রয়েছে 'খাদান' ছবিতে। মোহন দাস পরবর্তী অধ্যায়ে তাঁর কয়লা সাম্রাজ্যের রাশ কীভাবে একা হাতে সামলাবেন মধু, সেখান থেকেই শুরু হতে পারে সিক্যুয়েলের গল্প। কিংবা কোলিয়ারি অঞ্চলে পরিবারতন্ত্রের দাপটও দেখাতে পারেন দেব। 

 


প্রসঙ্গত,সব বিতর্ক, মান-অভিমান পেরিয়ে আবারও বড়পর্দায় একসঙ্গে ফিরছেন দেব ও শুভশ্রী। আর জল্পনা নয়। এই সুখবর নিজেরাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দুই তারকা। একটি পোস্টে ঘোষণা করা হয়েছে, ‘দেশু’ জুটির সপ্তম ছবি মুক্তি পাবে ২০২৬ সালের পুজোয়।

 

তবে এবার শুধু রোমান্সেই সীমাবদ্ধ থাকছে না তাঁদের জুটি। প্রেমের সঙ্গে ছবিতে থাকছে টানটান রোমাঞ্চের ছোঁয়াও। ছবির তালিকায় হাফ সেঞ্চুরি পার করে দেব এবার দর্শকদের জন্য নিয়ে আসছেন এক নতুন উপহার। আপাতত সেই ছবির প্রস্তুতিতেই ব্যস্ত নায়ক। আর অনুরাগীদের উত্তেজনাও তুঙ্গে।

 

দেব–শুভশ্রীর জুটি কতটা সফল, তা আলাদা করে বলে দিতে হয় না। একসময় ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’র মতো একের পর এক সুপারহিট ছবি দিয়ে তাঁরা বক্স অফিসে সোনালি অধ্যায় রচনা করেছিলেন। দর্শকের ভালবসা আর ব্যবসায়িক সাফল্যে এই জুটি হয়ে উঠেছিল টলিউডের অন্যতম ভরসাযোগ্য নাম।

 

 

মাঝখানে ব্যক্তিগত টানাপোড়েনের কারণে দীর্ঘ সময় একসঙ্গে দেখা যায়নি তাঁদের। তবে বহু প্রতীক্ষার পর মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ আবারও প্রমাণ করে দিয়েছে যে, এই জুটির জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে দর্শকের আগ্রহ আরও বেড়েছে। সেই কারণেই ফের পর্দায় একসঙ্গে ফিরছেন দেব ও শুভশ্রী। পুরনো রসায়নের নতুন অধ্যায় লিখতে।

 


 

এদিকে, চলতি বছরই মুক্তি পেতে চলেছে দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি 'টনিক ২'। আসছে দেবের 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'ও। সেই ঘোষণাও ইতিমধ্যেই সেরেছেন দেব। সব মিলিয়ে, টলিউডের 'মেগাস্টার'-এর আগামী কয়েক বছরের প্রস্তুতি তুঙ্গে।