'ধূমকেতু' মুক্তির পরই টলিউডে আবার ঝড়। এবং মুখোমুখি টলিউডের দুই মেগাস্টার ও সুপারস্টার দেব-জিৎ। ডাকাত হয়ে বক্স অফিস রাজ করতে চলেছেন কে? একই দিনে প্রকাশ্যে এল ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'রঘু ডাকাত'-এর টিজার ও অন্যদিকে পথিকৃত বসু  পরিচালিত 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবিতে জিতের লুকের এক ঝলক। 

 


অন্যদিকে বৃহস্পতিবার দর্শক দেখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় জুটির আগামী ছবি 'রক্তবীজ ২'-এর টিজার। যেখানে পর্দায় একে অপরের মুখোমুখি হচ্ছেন আবির চট্টোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা। তবে বাস্তবে পুজোয় দেবের মুখোমুখি হতে চলেছেন আবির-অঙ্কুশ। টলিউডের যেন চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সবচেয়ে ভাল কথা, এই প্রত্যেকটি ছবির জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শক। 

 

আরও পড়ুন: কপালে রক্ততিলক, চোখে জ্বলছে বিপ্লবের আগুন! স্বাধীনতা দিবসের প্রাক্কালে অনন্ত সিং-এর রূপে সামনে এলেন জিৎ


উইন্ডোজ প্রযোজনা সংস্থার 'রক্তবীজ' ছবিটি দারুণ সাফল্য পেয়েছিল। এবার'রক্তবীজ ২' এর টিজার যেন আরও শক্তিশালী। অন্যদিকে 'রঘু ডাকাত'-এর টিজার দেখে বোঝার উপায় নেই যে এটা আসলে বাংলা ছবি। কম বাজেট থাকলেও দক্ষিণী ছবিকে যেন টেক্কা দিচ্ছে 'রঘু ডাকাত'। যেখানে দেবের কয়েক ঝলক তো বটেই, এছাড়াও অনির্বাণ ভট্টাচার্য, রূপা গঙ্গোপাধ্যায়ের মত অভিনেতা-অভিনেত্রীদের প্রথম ঝলক দেখে চমকে ওঠার মতো। 

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)