'ধূমকেতু' মুক্তির পরই টলিউডে আবার ঝড়। এবং মুখোমুখি টলিউডের দুই মেগাস্টার ও সুপারস্টার দেব-জিৎ। ডাকাত হয়ে বক্স অফিস রাজ করতে চলেছেন কে? একই দিনে প্রকাশ্যে এল ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'রঘু ডাকাত'-এর টিজার ও অন্যদিকে পথিকৃত বসু পরিচালিত 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবিতে জিতের লুকের এক ঝলক।
অন্যদিকে বৃহস্পতিবার দর্শক দেখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় জুটির আগামী ছবি 'রক্তবীজ ২'-এর টিজার। যেখানে পর্দায় একে অপরের মুখোমুখি হচ্ছেন আবির চট্টোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা। তবে বাস্তবে পুজোয় দেবের মুখোমুখি হতে চলেছেন আবির-অঙ্কুশ। টলিউডের যেন চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সবচেয়ে ভাল কথা, এই প্রত্যেকটি ছবির জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শক।
উইন্ডোজ প্রযোজনা সংস্থার 'রক্তবীজ' ছবিটি দারুণ সাফল্য পেয়েছিল। এবার'রক্তবীজ ২' এর টিজার যেন আরও শক্তিশালী। অন্যদিকে 'রঘু ডাকাত'-এর টিজার দেখে বোঝার উপায় নেই যে এটা আসলে বাংলা ছবি। কম বাজেট থাকলেও দক্ষিণী ছবিকে যেন টেক্কা দিচ্ছে 'রঘু ডাকাত'। যেখানে দেবের কয়েক ঝলক তো বটেই, এছাড়াও অনির্বাণ ভট্টাচার্য, রূপা গঙ্গোপাধ্যায়ের মত অভিনেতা-অভিনেত্রীদের প্রথম ঝলক দেখে চমকে ওঠার মতো।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)
অন্যদিকে অনন্ত সিং-এর বায়োপিকের জন্য নিজের প্রস্তুতি পর্ব সামনে আনলেন জিৎ। যেখানে শেষ মুহূর্তে ডাকাতের রূপে এক ঝলক দেখা যাচ্ছে অভিনেতাকে। সব মিলিয়ে যেন জমে উঠেছে লড়াই। প্রত্যেক অভিনেতারাই তাঁদের সেরা কাজ দেওয়ার জন্য প্রস্তুত। পরপর বাংলা ছবির এমন ধরনের সব কাজ থেকে আশা বাড়ছে প্রত্যেকের। এমনিতেই 'ধূমকেতু' বাংলা ছবির বক্স অফিসের ক্ষেত্রে এক বড় উদাহরণ হয়ে উঠেছে। মুক্তির আগে এইভাবে অ্যাডভান্স বুকিং বা একই দিনে তিনশো শো হাউস ফুল তা এর আগে তেমনভাবে দেখেননি বাঙালি দর্শক বা টলিউড। সকলে মিলে যে আসলে বাংলা ছবির হাল ফেরাচ্ছেন, এ কথা অনায়াসে বলা যায়।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Jeet (@jeet30)
দর্শকদের কাছে দুই জুটি অত্যন্ত প্রিয়, তার মধ্যে এক জুটিকে ইতিমধ্যেই ফিরে পেয়েছেন তাঁরা, তা হল দেব-শুভশ্রী জুটি। এতদিন বাদে দেব-শুভশ্রী জুটির কাজ দেখার জন্য হলে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। যদিও এই ছবি দেখার পর থেকে দেব শুভশ্রী জুটির পাশাপাশি দেব-রুদ্রনীল জুটিও দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেছে। তবে আরেক জুটিকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। তাঁরা হলেন দেব-জিৎ জুটি।
রাজ চক্রবর্তীর পরিচালনায় 'দুই পৃথিবী' ছবিতে এই জুটির কাজ ভুলতে পারেননি দর্শক। এই জুটিকে আবারও একসঙ্গে দেখতে চান অনুরাগীরা। যদিও তা ভবিষ্যতে সম্ভব কিনা জানা নেই। তবে এদিন ডাকাত রূপে প্রায় একসঙ্গে দর্শকদের কাছে এলেন দেব ও জিৎ। যদিও তা আলাদা ছবিতে। তবে বাংলা ছবির ক্ষেত্রে প্রত্যেক নিজেদের বদলে বারবার দর্শকের সামনে আসছেন, সে কারণে আবার হলমুখি হচ্ছেন দর্শক। 'বাংলা ছবির পাশে দাঁড়ান' এই কথা আর বলতে হচ্ছে না দর্শককে। এছাড়াও মুখ্যমন্ত্রীর সহযোগিতায় বাংলা ছবিকে গুরুত্ব দিতে হবে, প্রাইম টাইমে চলবে বাংলা ছবি - এই সিদ্ধান্ত আবার পর বাংলা ছবি নিয়ে আশার আলো দেখছেন ছবির পরিচালক,প্রযোজকেরা। এরপর হয়তো আরও ভিন্ন মানের ছবি বানাতে এগিয়ে আসবেন একাধিক পরিচালক ও প্রযোজক। তবে আপাতত দেব ও জিৎ-এর অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন কবে আবার এই দুই তারকাকে একসঙ্গে দেখতে পাবেন পর্দায়।