সান বাংলার পর্দায় সদ্য শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'রূপমতী'। রূপকথার গল্পকে কেন্দ্র করে এসেছে এই মেগা। এই ধারাবাহিকে নায়িকা 'রূপমতী'র চরিত্রে দেখা যাচ্ছে জয়িতা সান্যালকে। এর আগে দর্শক তাঁকে পার্শ্বচরিত্রে দেখে থাকলেও, এই প্রথমবার নায়িকা হিসেবে পেতে চলেছেন। এই খবর আজকাল ডট ইন আগেই জানিয়েছিল। রূপমতীর মায়ের চরিত্রে গল্পে দেখা যেতে চলেছে রত্নপ্রিয়াকে। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে এই মেগার।
গল্পে রাজকুমার 'দেবদত্ত'র চরিত্রে এই ধারাবাহিকে দেখা যেতে চলেছে অভিনেতা অয়ন ঘোষকে। এর আগে দর্শক তাঁকে দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'ডায়মন্ডদিদি জিন্দাবাদ'-এ। নায়কের চরিত্রে দর্শকের মন কেড়েছিলেন অয়ন। এবার নতুন মেগায় রাজপুত্রের চরিত্রে কেমন হবে তাঁর যাত্রা? সেটাই এখন দেখার।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, রূপনগরে রাজত্বের ওপর পড়তে চলেছে রাক্ষসদের কালো ছায়া। রাজ্যাভিষেকের দিন ভাগ্য নেয় নতুন মোড়। রাজকন্যা রূপমতী,জন্ম যার রাজকন্যা হিসেবে, সে নির্বাসিত হয় তপবনে। নিজেকে গড়ে তোলে এক যোদ্ধা হিসেবে। এরপর হঠাৎ সে মুখোমুখি হয় রাক্ষস রানি জটিলার। 'জটিলা'র চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী জেসমিন রায়।
রূপকথার গল্প বরাবরই পছন্দ করেন দর্শক। সেই কথা মাথায় রেখেই নতুন এই গল্প নিয়ে এসেছে চ্যানেল। চরিত্রদের জীবন্ত করে তুলতে মুখ্য ভূমিকা পালন করছেন ডিজাইনার অজপা মুখোপাধ্যায় ও রূপটান শিল্পী শুভাশিস মণ্ডল। রূপকথার চরিত্রদের পর্দায় ফুটিয়ে তোলার জন্য অজপা মুখোপাধ্যায় প্রথমেই বেছে নিয়েছেন তাঁর এক্সপেরিমেন্টাল ডিজাইন। আজকাল ডট ইনকে তিনি বলেন, "এর আগেও প্রচুর শো-এর জন্য কাজ করেছি। ফ্যান্টাসি গল্পের ক্ষেত্রে যেটা হয়, সেটা হল বাঁধন থাকে না। নিজের মতো করে এক্সপেরিমেন্ট করা যায়। পোশাকের ক্ষেত্রে চরিত্রদের পার্সোনালিটি কেমন সেটা মাথায় রেখে ডিজাইন করেছি। যত দিন এগোবে এই গল্পের চরিত্রদের আরও ভ্যারাইটি আসবে, তখন আবারও নিত্য নতুন সাজে দর্শক দেখবেন তাঁদের।"
আরও পড়ুন: টিআরপিতে ফের বাজিমাত 'পরিণীতা'র! কত নম্বরে জায়গা পেল আর্য-অপর্ণা? সেরা পাঁচে টিকে রইল কারা?
রূপটান শিল্পী শুভাশিস মণ্ডলের কথায়, "এই ধারাবাহিকের চিত্রনাট্য যখন হাতে পাই তখন থেকেই লুকগুলো নিয়ে আমাদের পড়াশোনা শুরু হয়ে যায়। যদিও রেফারেন্স হিসেবে তেমনকিছু সামনে রাখিনি। গল্পের চরিত্র অনুযায়ী তাদের মেকআপে নজর দিচ্ছি। যেমন জটিলার লুকটা একটু লাউড মেকআপে থাকছে। যাতে এক নজরে দর্শকের চোখ টানে। অন্যদিকে, রূপমতীর খুবই হালকা মেকআপ হচ্ছে। যাতে ওর চরিত্রের কোমলতাটা ফুটে ওঠে।"
প্রসঙ্গত, রাজপরিবারের অভ্যন্তরীণ রাজনীতি, বিশ্বাসঘাতকতা আর রাক্ষসী জটিলার প্রতিহিংসা সবই আজ রূপমতীর সামনে। এই লড়াই শুধু সিংহাসনের নয়,ন্যায় ও সত্যের লড়াই। এই লড়াইতে রূপমতী পাশে পায় রাজকুমার দেবদত্ত আর পরী রাজ্যের ছোট্ট বন্ধু তরতরিকে। এই গল্প শুধু রূপকথার নয়, এক রাজকন্যার জীবনযুদ্ধ, প্রেম আর আত্মজয়ের উপাখ্যান।
