নিজস্ব সংবাদদাতা: এক সময়ের 'বাংলা সেরা'র তকমা পেলেও স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া' এখন টিআরপি তালিকায় জায়গা করতে পারে না। কিন্তু এখনও সূর্য-দীপার জুটিকে একইভাবে ভালবাসা দিচ্ছেন দর্শক। বর্তমানে ধারাবাহিকের পর্বে দেখানো হচ্ছে, দুর্যোগের পর রূপা আলাদা হয়ে গিয়েছে তার পরিবারের থেকে। অন্যদিকে সোনা তার মাকে ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছে। সব মিলিয়ে এখন দুই মেয়ের থেকেই অনেকটা আলাদা হয়ে গিয়েছে দীপা। অন্যদিকে সোনা দীপার মুখ দেখতে চায়না। দীপাকে ভুল বুঝছে পরিবারের লোকজনও। সূর্যও সোনার জন্য দীপাকে দূরে সরিয়ে দিচ্ছে।
দীপা নিজের এক মেয়েকে হারিয়েছে, কিন্তু তার বিশ্বাস রূপা বেঁচে আছে। তাই মরিয়া হয়ে সে সন্তানকে খুঁজছে। কিন্তু সোনা ধীরে ধীরে যেন হিংস্র হয়ে উঠছে। বাড়ির সকলের মতো তার মাকে ভুল বোঝা স্বভাব হয়ে দাঁড়াচ্ছে। এরই মাঝে ধারাবাহিকের নতুন প্রোমো সামনে এসেছে। চ্যানেলের তরফে প্রকাশ হওয়া নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, পরিবারের থেকে আলাদা হয়ে নতুন জীবনে পা রেখেছে দীপা। নতুন শহরে নতুন স্বপ্ন নিয়ে এসেছে সে। এখানে এসেও বিপদের মুখে পড়ে, চুরি হয়ে যায় তার ব্যাগ। কিন্তু তখনই নতুন শহরের লোকজন তার পাশে এসে দাঁড়ায়, তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
অন্যদিকে দেখা যায় সোনাও অনেকটা বড় হয়ে গিয়েছে। সূর্যর সাথে সেও রয়েছে ওই একই শহরে। কিন্তু দীপা যে তাদের থেকে আলাদা রয়েছে সেটা বোঝা যাচ্ছে। প্রোমো ভিডিওতে 'সোনা'র চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী দেবপ্রিয়া বসুকে। বিভিন্ন ধারাবাহিকের পার্শ্ব চরিত্রগুলিতে এর আগেও দেখা গিয়েছে দেবপ্রিয়াকে। এবার সোনার চরিত্রে দর্শকের মন জয় করতে প্রস্তুত সে। এদিকে সূর্য দীপার লুকেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগেই জানা গিয়েছিল বড় 'রূপা'র চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। কিন্তু এখন টলিপাড়ার অন্দরের খবর, এই চরিত্রে দিতিপ্রিয়া নন দেখা যাবে কোনও নতুন মুখকে। এরপরে সোনা-রূপার চরিত্রকে ঘিরে এগোবে গল্প।
