মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি) আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত একটি বড় মাদকচক্রের সন্ধান পেয়েছে। তদন্তে এখন একাধিক বলিউড তারকা এবং বিখ্যাত ব্যক্তিদের নাম উঠে আসছে—যা নিয়ে শিল্প জগতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

সূত্র অনুযায়ী, তদন্তে যাঁদের নাম এসেছে তাঁদের মধ্যে রয়েছেন র‌্যাপার লোকা, অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, সোশ্যালাইট অরি (ওরহান) এবং পরিচালক জুটি আব্বাস-মাস্তান। এছাড়া জিশান সিদ্দিকি, যাঁর পিতা বাবা সিদ্দিকিকে ২০২৪ সালের অক্টোবরে গুলি করে হত্যা করা হয়, তাঁর নামও নথিতে উল্লেখ রয়েছে।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এই চক্রটি পরিচালনা করতেন ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সরবরাহকারী সালিম ডোলা, যিনি দীর্ঘদিন ধরে দুবাই থেকে এই নেটওয়ার্ক পরিচালনা করতেন। অভিযোগ, তিনি ভারতের বিভিন্ন রাজ্যে মেফেড্রোন (এম-ক্যাট বা মিউ মিউ) সরবরাহ করতেন এবং বিদেশেও পাচার করতেন।

সালিম ডোলার ছেলে তাহের ডোলাকে গত অগাস্টে সংযুক্ত আরব আমিরশাহি থেকে ভারতে নিয়ে আসা হয়। তদন্তের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য তিনি পুলিশের কাছে দিয়েছেন বলে সূত্রের দাবি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের হাতে আসা গোপন নথি অনুযায়ী, তাহের তদন্তকারীদের জানিয়েছেন যে তাঁর আয়োজিত দেশ-বিদেশের কয়েকটি পার্টিতে বলিউডের অভিনেতা-অভিনেত্রী, মডেল, র‌্যাপার, চলচ্চিত্র পরিচালক-সহ দাউদের কিছু আত্মীয়ও উপস্থিত থাকতেন।

রিমান্ড কপিতে উল্লেখ আছে, ‘তাহের শুধু এই পার্টিগুলো আয়োজনই করেননি, বরং সেখানে মাদক সরবরাহও করতেন বলে তদন্তকারীদের দাবি। এই নেটওয়ার্ক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করতে পুলিশ আরও গভীর তদন্ত করছে।

নথিতে বলা হয়েছে,অভিযুক্ত অতীতে দেশ ও বিদেশে আলিশা পারকার, নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুর এবং তাঁর ভাই সিদ্ধার্থ কাপুর, জিশান সিদ্দিকি, ওরহান আওয়াত্রমনি, আব্বাস-মাস্তান, লোকা-সহ আরও বহু ব্যক্তির সঙ্গে পার্টি আয়োজন করেছেন এবং এসব পার্টিতে নিজেও অংশ নিয়েছেন ও সেখানে মাদক সরবরাহ করেছেন বলে অভিযোগ।’

শ্রদ্ধা ২০১৭ সালে প্রকাশিত অপূর্ব লাখিয়া পরিচালিত চলচ্চিত্রে দাউদ ইব্রাহিমের ছোট বোন হাসিনা পারকারের চরিত্রে অভিনয় করেছিলেন। একই ছবিতে তাঁর ভাই সিদ্ধার্থ কাপুর দাউদের চরিত্রে অভিনয় করেছিলেন।
নথিতে যাঁর নাম এসেছে সেই আলিশা (আলিশাহ) পারকার হচ্ছেন হাসিনা পারকারের ছেলে।
এএনসি জানিয়েছে, পুরো চক্রটি কীভাবে পরিচালিত হতো এবং প্রকৃতপক্ষে কারা এতে জড়িত ছিলেন—তা জানতে তদন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে।