সংবাদসংস্থা মুম্বই: একসময় বলিপাড়ায় জাঁকিয়ে বসেছিলেন চাঙ্কি পাণ্ডে। অল্প সময়ের জন্য হলেও পরপর প্রচুর ছবি করেছিলেন একটানা তিনি। তবে তারপরেই আচমকা হিন্দি ছবির জগৎ থেকে আচমকা হারিয়ে গিয়েছিলেন তিনি। আগে এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা জানান,যে সময় তাঁর বিয়ে হয় তখন তাঁর কেরিয়ারে খুব কঠিন সময় চলছে। হাতে প্রায় কোনও হিন্দি ছবির কাজ নেই। বাধ্য হয়েই বাংলাদেশের ছবিতে কাজ করা শুরু করেছিলেন তিনি। যদিও ওপার বাংলায় পেয়েছিলেন যথেষ্ট সাফল্য।
তবে বরাবরই ইন্ডাস্ট্রিতে কঞ্জুস বলে পরিচিতি অনন্যা পাণ্ডের বাবার। এমনকী বাবার এই স্বভাবের কথা নিজের মুখে স্বীকার করেছেন মেয়েও। টাকা বাঁচানোর জন্য নাকি নিজের জন্মদিনের পার্টিও অন্যকে দিয়ে আয়োজন করান চাঙ্কি! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথা বললেন অভিনেতা যা জানলে চোখ কপালে উঠবে দর্শকের।
চাঙ্কি জানান, একবার নাকি টাকার লোভে শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। যদিও সেটা অজান্তেই ঘটিয়েছিলেন অভিনেতা। তাঁর কথায়, "সেই সময় সিনেমা অথবা অনুষ্ঠানের যোগদান করা ছাড়া আর অন্য কোনও উপায়ে অর্থ উপার্জন করা যেত না। অন্য কোনও মাধ্যম ছিল না, যার সাহায্যে মানুষ অর্থ উপার্জন করতে পারবে। একবার আমাকে একজন ইভেন্ট আয়োজক ফোন করেছিলেন, যিনি দশ মিনিটের জন্য একটি অনুষ্ঠানে যোগদান করতে বলেছিলেন আমাকে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমাদের সাদা পোশাক পরে যেতে বলেছিলেন। ভেবেছিলাম হয়তো এটাই নিয়ম। আমিও তাই করি।"
তিনি আরও বলেন, "সেদিন আমার ভীষণ রাগ হয়েছিল। আমি কি করবো বুঝতে পারছিলাম না। অন্য একজন অভিনেতাকে আমি দেখছিলাম হাউ হাউ করে কাঁদতে, তিনি ৫০ হাজার টাকা পেয়েছিলেন।"
