'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকটির টিআরপি নম্বর মাঝখানে বেশ কমে গিয়েছিল। কিন্তু গত সপ্তাহে চমক দেখিয়ে নম্বর যেমন বেড়েছে এই ধারাবাহিকের, তেমনই সেরা ১০ ধারাবাহিকের তালিকায় অনেকটা উপরে উঠে এসেছে। এবার সেই ধারাকে বজায় রাখতে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের গল্পে আসছে টানটান মোড়।
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। আর্য এবং অপর্ণার বিয়ের পর্ব মিটতেই গল্পে আসছে নতুন টুইস্ট। এবার এতদিন ধরে রাজনন্দিনীর চরিত্র নিয়ে যে আভাস দেওয়া হচ্ছিল তার বিষয়ে পর্দা সরবে। জানা যাবে কী করে মারা গিয়েছিল আর্যর প্রথম স্ত্রী, কী ঘটেছিল তার সঙ্গে। প্রোমোতে দেখানো হচ্ছে আর্যকে কেউ কিডন্যাপ করেছে। একটি জায়গায় তাকে বেঁধে রাখা হয়েছে একটি কারাগার মতো কোনও জায়গায়। আর এক ব্যক্তি সেখানে বাইরে থেকে রিমোট টিপে শায়েস্তা করছে আর্যকে।
স্বামীকে বাঁচাতে এখানে এসে পৌঁছয় অপর্ণা। জানায় যে সে যেভাবেই হোক আর্যকে বাঁচাবে। অপর্ণা আর্যকে দেখতে পেয়েই তার নাম ধরে চেঁচিয়ে ওঠে। স্ত্রীকে দেখে যেন খানিক ভরসা পায় নায়ক। এদিকে সেই চরিত্র রিমোট টিপে শক দিতে শুরু করে আর্যকে। স্বামীকে বাঁচানোর তাগিদে একটি লোহার রড খুঁজে সেটা দিয়ে সেই ব্যক্তিকে মারে অপর্ণা। তারপরই আর্যকে বলে এখান থেকে তাদের পালাতে হবে। আর ঠিক সেই সময়ই অপর্ণার সামনে ফাঁস হয়ে যায় রাজনন্দিনীর মৃত্যুর খবর।
অপর্ণা যখন আর্যকে নিয়ে পালানোর কথা বলে সেই ব্যক্তি বলে ওঠে কাকে নিয়ে অপর্ণা পালাতে চাইছে, একজন খুনিকে নিয়ে? রাজনন্দিনীকে খুন করেছে আর্য। আর সেই কথা শুনে চেঁচিয়ে ওঠে অপর্ণা। তার মাথা ঘুরতে শুরু করে। আর্যর আসল রূপ জেনে এবার কী করবে নায়িকা? আদৌ কি আর্য রাজনন্দিনীকে খুন করেছে? নাকি সেখানেও রয়েছে ষড়যন্ত্র। সবটা মিলিয়ে গল্প যে জমে উঠেছে সেটাই বলাই যায়।
'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের প্রোমো দেখে মুগ্ধ দর্শক। একজন জানিয়েছেন 'কী দারুণ! ফাটাফাটি হয়েছে এই প্রোমো।' আরেকজন লেখেন, 'যে রাজনন্দিনীকে ভুলতে পারেনি সে কী করে খুন করবে?' অনেকেই অনুরোধ করেছেন যাতে আর্যকে ভিলেন না বানানো হয়।
'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকটি জি বাংলার অন্যতম জনপ্রিয় মেগা। এটা রোজই সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে সম্প্রচারিত হয়। এই বিশেষ পর্বটি ১৫ এবং ১৬ জানুয়ারি সম্প্রচারিত হবে।
