সমস্ত জটিলতা কাটিয়ে দুরন্ত ছন্দে এগোচ্ছে ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। গত ডিসেম্বরেই দিতিপ্রিয়ার জায়গায় নতুন ‘অপর্ণা’ হয়ে এন্ট্রি নিয়েছেন মঞ্চ অভিনেত্রী শিরিন পাল। ছন্দে ফিরেছে ‘আর্য-অপর্ণা’র গল্প। পর্দার বাইরে সমাজমাধ্যমেও আর্য-অপর্ণার রসায়ন মাঝেমধ্যেই ফুটে সমাজমাধ্যমের পাতায়। আজই যেমন। সমাজমাধ্যমের পাতায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন জিতু কামাল। সাদা-কালো সেই ভিডিওতে দেখা যাচ্ছে একমনে চোখ বুজে গান গেয়ে চলেছেন শিরিন। আর ভালবাসার কথা বলা সেই গান শুনে মুগ্ধ জিতু। তাই তো ভিডিওর সঙ্গে ক্যাপশনে তিনি লিখলেন, “এই ভিডিওটা আমার কাছে পুরনো বইয়ের পাতার গন্ধের মত। রিল-বুমেরাঙ্গের প্রজন্মে, এ যেন অতিশয় এক বুমরাং।” এরপর আরও লিখলেন, “এ শিক্ষার জন্যে সম্পূর্ণ কৃতিত্ব ওর মা’র”

ভিডিওর বার্তা বাক্সে জিতুকে ধন্যবাদ জানিয়ে নিজের মা'-এর উদ্দেশ্যেও একটি কমেন্ট করেছেন অভিনেত্রী।

প্রসঙ্গত নতুন অপর্ণার সঙ্গে প্রথমেই অন্তরঙ্গ দৃশ্যে বেশ সাবলীল জিতু। এমনকী শিরিনকেও ছন্দে দেখা গিয়েছে। তবে নতুন নায়িকাকে নিয়ে প্রথম প্রথম বেশ চর্চা চলেছিল সমাজমাধ্যমে। এবার নতুন নায়িকার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন জিতু। সমাজমাধ্যমে নতুন প্রোমো ভাগ করে অভিনেতা লিখেছিলেন, “নিজেরা দেখবেন তারপর বিচার করবেন, দয়া করে অন্যের দ্বারা প্রভাবিত হবেন না। ভাল না লাগলে, ভাল লাগছে না বলবেন। কোনও অসুবিধা তো নেই। আপনাদের সিদ্ধান্ত শিরোধার্য, আপনারাই তো আমার ভগবান। আমার ভয় কিসের! তিন দিন কাজ করলাম, দুর্দান্ত অভিনেত্রী।”
জিতু আরও লিখেছিলেন, “সত্যি বলছি। ডিরেক্টরকে খুব একটা বেশি খাটতে হবে না। খুব তাড়াতাড়ি ধরে নিতে পারে কাজ। খুব তাড়াতাড়ি বুঝতে পারে। আর বিবেক-শিক্ষিতা তো,তাই জন্য ওর মধ্যে একটা বিবেক কাজ করে, যে কতটুকু আমি শুনবো আর কতটুকু শুনবো না। খুব সুন্দর হবে আমাদের কাজ এই আশা রাখি। এটাও জানি,আপনারা পাশে ছিলেন এবং পাশে থাকবেন।নতুন শুরু করেছে তাকে উৎসাহিত করবেন। নীচে টেনে নামানোর চেষ্টায় ওর মন ভেঙে দেবেন না।কিছু কিছু মানুষ তবুও করবেন তাঁদেরকে আর কী বলব বলুন। তারা তাদের কাজ করে যাবেন, আমরা আমাদের কাজটুকু করি। জয় মহাকাল।”
অন্যদিকে, নতুন কাজ শুরুর আগে সমাজমাধ্যমে শিরিন পাল লিখেছিলেন, “মা বলেন, ‘পথ দুটো। জনপ্রিয় আর প্রিয়জন। তুমি কোনটা হবে তা তুমি ঠিক করবে...’ আমি জানি দু’টোর একটা পথও মসৃণ নয়। তবু, তবুও নতুন করে এক নতুনের পথে হাঁটা শুরু করছি। জানি অনেকের হাত থাকবে মাথার উপর আশীর্বাদ করার জন্য তবুও বলি, পাশে থাকবেন।”
