মিল্টন সেন, হুগলি: লোকশিল্প থেকে লাইট-ক্যামেরা-অ্যাকশন—বাংলার রায়বেঁশে এবার পৌঁছে গেল বড়পর্দায়। হুগলির চুঁচুড়া রবীন্দ্র ভবনে চলছে তিন দিনের বিশেষ রায়বেঁশে কর্মশালা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত মুর্শিদাবাদের শিল্পী আবু সালে—যিনি সম্প্রতি দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’-এর ফাইট মাস্টার হিসেবে আলোচনায় এসেছেন।
আবু সালের দলের সদস্যরাই ছবিতে ডাকাত দলের লাঠিয়ালের ভূমিকায় অভিনয় করেছেন। এদিন কর্মশালায় তিনি জানালেন, ‘‘প্রথমবার জীবনে এই ধরনের কাজ করলাম। সিনেমার সেটে রায়বেঁশে নাচকে অ্যাকশন দৃশ্যের সঙ্গে মিশিয়ে দেওয়া একেবারেই নতুন অভিজ্ঞতা। অসাধারণ লেগেছে।’’
তবে এই গল্পের শুরু আরও আগে। প্রায় চার বছর আগে এক রিয়েলিটি শোতে দেবের সঙ্গে পরিচয় হয় আবুর। অভিনেতা তাঁর নম্বর সংগ্রহ করে রাখেন। কিছুদিন আগে ফোন করে দেব জানান—তিনি ‘ডাকাত’ নিয়ে একটি ছবি করছেন, আর তাতে তাঁর দরকার আবু ও তাঁর দল। আবু তখনই চলে যান দেবের বাড়িতে, কাটান টানা সাত দিন। সেখান থেকেই জন্ম নেয় সিনেমার ফাইট সিকোয়েন্সের পরিকল্পনা। টানা ৩৫ দিন ধরে শুটিং হয়।
আবু বলেন, ‘‘আমরা মুর্শিদাবাদের রায়বেঁশে শিল্পী। ছবিতে যারা ডাকাত দলের লাঠিয়াল, সবাই আমার দলেরই সদস্য। এই কাজ আমাদের লোকশিল্পকে নতুন জায়গায় পৌঁছে দিয়েছে।’’
শুধু সিনেমাতেই নয়, আবু সালের বড় স্বপ্ন—বাংলার রায়বেঁশে নাচকে বিশ্বের দরবারে তুলে ধরা। ইতিমধ্যেই শ্রীলঙ্কা, কম্বোডিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশে অনুষ্ঠান করে দারুণ সাড়া পেয়েছেন তিনি। ‘‘লোকশিল্প আমাদের মাটি থেকে উঠে আসা পরিচয়। একে আমরা যত বেশি ছড়িয়ে দেব, ততই বাঁচবে আমাদের সংস্কৃতি,’’ দৃঢ় কণ্ঠে বললেন আবু।
হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আমন্ত্রণে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত স্থানীয় শিল্পীরাও উচ্ছ্বসিত। আবুর মতে, ‘‘হুগলির রায়বেঁশে শিল্পীদের মধ্যে শেখার প্রবল আগ্রহ আছে। তাঁদের প্রতিভা দেখলে আমার সত্যিই গর্ব হয়।’’
রায়বেঁশে নৃত্য দীর্ঘদিন ধরেই বাংলার লোকশিল্পের গৌরব বহন করে আসছে। কখনও জমিদার বাড়ির উৎসব, কখনও গ্রামের মেলায়—লাঠির তালে তালে এই নাচ বাঙালির সাহস ও শিকড়ের প্রতীক। আজ সেই নাচই দেবের সিনেমার মাধ্যমে রুপোলি পর্দায় নতুন পরিচয় পাচ্ছে। আর সেই যাত্রার কাণ্ডারি হয়ে উঠেছেন মুর্শিদাবাদের আবু সালে।
লোকশিল্পের এই পুনর্জাগরণ শুধু বাংলার সাংস্কৃতিক ইতিহাস নয়, বরং এক নতুন পথের দিশা—যেখানে গ্রামীণ শিল্প আর বাণিজ্যিক সিনেমা হাত ধরে এগিয়ে যেতে পারে।
