টলিপাড়ায় এখন বদলাচ্ছে ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে অন্য ধারার ছবি। বাস্তবের সঙ্গে মিল রেখে তৈরি হচ্ছে একের পর এক বাংলা ছবি। হিসাব মিলিয়ে দেখতে গেলে নজরে পড়বে দর্শক মহলে এই ধরনের ছবির চাহিদা এখন তুঙ্গে। 

 


বাস্তবের সঙ্গে মিল রেখে এমনই এক ছবি তৈরি করছেন পরিচালক অর্ক দাশগুপ্ত। ছবির নাম 'ভবিষ্যতের খোঁজে'। মুখ্য চরিত্রে অভিনয় করছেন এক ঝাঁক তারকা। তাঁদের মধ্যে অন্যতম চন্দন সেন, রজতাভ দত্ত, গৌতম হালদার, কমলেশ্বর মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়-সহ আরও তারকা। এছাড়াও এই ছবি জুড়ে থাকবেন একাধিক অভিনেত্রীরা। 

 

 


দুটি ভিন্ন যুগের, ভিন্ন সময়ের গল্প বলবে এই ছবি। 'ভবিষ্যতের খোঁজে'তে সমাজের বাস্তব চিত্রও তুলে ধরবেন অর্ক। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। সূত্রের খবর, বেশকিছু চলচ্চিত্র উৎসবেও যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ছবির। 

 


টলিপাড়ার এক ঝাঁক তারকাদের একফ্রেমে ধরতে চলেছেন পরিচালক অর্ক। জানা যাচ্ছে, এই ছবিতে থাকবেন মঞ্চের পরিচিত মুখেরা। থাকতে পারেন নবাগত অভিনেতা-অভিনেত্রীরাও। এই ছবির গল্প নতুনভাবে দর্শককে ভাবাবে বলে আশাবাদী পরিচালক। সব মিলিয়ে নতুন ছবিতে পরিচিত মুখেরা ধরা দিতে চলেছেন একেবারে ভিন্ন চরিত্রে। যেকোনও ছবিতে একাধিক তারকাকে নিয়ে কাজ করা মানে বেশ চাপের! এর আগেও বহু পরিচালক এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। এবার এই দায়িত্বে অর্ক। 

 

 

তবে এই ছবি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি পরিচালক থেকে তারকারা। কিন্তু টলিপাড়ার অন্দরের খবর, শুটিং সেরে এখন ছবি মুক্তির তোড়জোড় শুরু করেছেন পরিচালক।