নিজস্ব সংবাদদাতা: গত নয়ের দশকের শুরুর দিকে তাঁর আগমন। এবং এলেন, দেখলেন, জয় করলেন। সোজা কথা। গান দিয়ে তিনি বাংলা গানের নতুন এক ধারার সৃষ্টি করলেন। গান, বাজনা, কবিতা, লিরিক, সুর, তাল, ছন্দ- সবমিলিয়ে সম্পূর্ণ এক স্বাতন্ত্র্য পথ সৃষ্টি করেলন ‘গানওলা’। কয়েক পশলা মুহূর্তের মধ্যে শ্রোতা-দর্শক আপন করে নিলেন কবীর সুমনকে। তাঁর গানের সুরে সুর মিলিয়ে সমস্বরে বলে উঠলেন ‘তোমাকে চাই’। বাকিটা ইতিহাস!
এবার কবীর সুমনের বায়োপিক বানানোর প্রস্তুতি শুরু করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ‘নাগরিক কবিয়াল’ -এর সঙ্গে তাঁর সম্পর্কের কথা সর্বজনবিদিত। ‘জাতিস্মর’-এর পরিচালককে স্নেহ করে নিজের 'বড় ছেলে' বলেও ডাকেন সুমন। আজকাল ডট ইন-কে সৃজিত বললেন, “বহুদিন ধরেই ওঁকে নিয়ে এই ছবির পরিকল্পনা রয়েছে। বায়োপিক...মানে, হ্যাঁ এই ছবিকে বায়োপিক বলা যেতেই পারে। আমি আসলে পর্দায় দেখতে চাইছি, সুমনের ‘তোমাকে চাই’ তৈরির জার্নিটা।” অর্থাৎ কীভাবে ‘সুমনামি’তে ভেসে গেল বাঙালি? অল্প হেসে সৃজিতের জবাব, “হ্যাঁ, সেটা বলতে পারেন।” পরিচালক আরও জানালেন এই ছবিতে সুরকারের দায়িত্ব সামলাবেন খোদ কবীর সুমন। আর এই ছবিতে মুখ্যচরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে? সৃজিত জানালেন, এখনও সেসব ঠিক হয়নি। চিত্রনাট্য ঘষামাজা চলছে।
