বন্ধুত্বের কোনও বয়স হয় না। এই কথাটা প্রচলিত হলেও একটা বয়সে বন্ধু আর বন্ধুত্ব দুটোর মর্যাদাই যেন শতগুনে বেড়ে যায়। বর্তমান প্রজন্ম অর্থাৎ জেন-জির দলে যাঁরা পড়েন, তাঁদের বন্ধুত্ব, প্রেম, জীবনের ওঠাপড়া নিয়ে আসছে নতুন এক বাংলা ছবি। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। পরিচালনায় নবীন পরিচালক সৌরদীপ্ত।
সূত্রের খবর, মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে ঋতব্রত মুখোপাধ্যায়, তানিকা বসু ও কৌশানী মুখোপাধ্যায়কে। কলেজ ক্যাম্পাস থেকে শুরু হবে এই বন্ধুত্বের গল্প। এই বন্ধুত্বের সঙ্গে মিশে যাবে প্রেম। আর তারপর কোন খাতে বইবে তিনজনের জীবন, সেই উত্তর মিলবে ছবির গল্পে।
আরও পড়ুন: রিনা বা কিরণ নন, আমিরের রয়েছে আরও এক স্ত্রী, আছে অবৈধ সন্তানও? বিস্ফোরক দাবিতে কী বললেন ভাই ফয়সল?
তরুণ প্রজন্মকে নিয়ে এই ছবি তৈরি হলেও আধুনিকতার ছোঁয়ায় এই ছবি জায়গা করে দেবে যেকোনও বয়সের দর্শকের মনেই। জানা যাচ্ছে, কথাবার্তা প্রায় পাকা হয়েই গিয়েছে। চলতি বছরের শেষেই শহরের বাইরে হবে ছবির শুটিং। নতুন বছর অর্থাৎ ২০২৬-এর মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে এই ছবিটি।
তিন বন্ধুর গল্প হোক বা কলেজ রোম্যান্স, দর্শকের পছন্দের তালিকায় রয়েছে এই ধরনের ছবিও। তাই এই ছবি ঘিরে প্রত্যাশাও রয়েছে পরিচালকের, এমনটাই জানা যাচ্ছে। ঋতব্রতকে দর্শক এর আগে বহু ছবিতে, সিরিজে দেখছেন। নিজের অভিনীত প্রতিটা চরিত্রের মাধ্যমেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। মঞ্চেও এখন সমানতালে এগিয়ে চলেছেন ঋতব্রত। অন্যদিকে, তানিকাকেও দর্শক বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছেন। 'চালচিত্র'-এ 'পুতুল'-এর চরিত্রে অভিনয় করে এক প্রকার সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেত্রী। কৌশানীকেও দর্শক দেখেছেন নানা চরিত্রে। যদিও খুব সম্প্রতিই দর্শকের নজরে এসেছেন অভিনেত্রী। তাঁকে শেষ দেখা গিয়েছিল 'ডাইনি' ওয়েব সিরিজে।
আরও পড়ুন: মেয়ের মধ্যেই খুঁজে পেলেন ভালবাসার মানুষকে, একরত্তির কী নাম রাখলেন অহনা-দীপঙ্কর?
এবার তিন নায়ক-নায়িকার বন্ধুত্বকে পর্দায় নিয়ে আসছেন পরিচালক সৌরদীপ্ত। তবে এখনই এই ছবির বিষয়ে মুখ খোলেননি পরিচালক কিংবা কলাকুশলীরা। তবে টলিপাড়ার অন্দরের খবর, খুব তাড়াতাড়ি নিজের প্রথম ফিচার ফিল্মের কাজ শুরু করতে চলেছেন তিনি।
