আট থেকে আশি একেনবাবুর 'ফ্যান'। পর্দায় একেন্দ্র সেনের রহস্য সমাধান দেখার জন্য অপেক্ষায় থাকেন দর্শক। তাই বারবার নতুন রহস্যের জটে জড়িয়ে পড়েন একেনবাবুও। কিছুদিন আগে বড়পর্দায় এসেছিল একেনের নতুন ছবি 'বেনারসে বিভীষিকা'। ছবিটি প্রতিবারের মতোই দারুণ সাড়া ফেলেছিল। যদিও একেন্দ্র সেনের শুরুটা হয়েছিল ওটিটিতে। এবার তাই হইচই-এ নবম সিজন নিয়ে ফিরছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।
আবারও একসঙ্গে দেখা যাবে তিন মূর্তিকে। সূত্রের খবর, বাপি ও প্রমথকে সঙ্গে নিয়ে এবার একেনবাবু পাড়ি দেবেন পুরুলিয়ায়। লাল মাটির দেশে কোন রহস্যের সমাধান করবেন তিনি? তা যদিও এখনও পর্যন্ত 'টপ সিক্রেট'। এদিকে, শোনা যাচ্ছে ইতিমধ্যেই লোকেশন রেকি করে ফেলেছেন পরিচালক। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে সিরিজের নবম সিজনের শুটিং।

বরাবরের মতোই 'একেনবাবু'র চরিত্রে অনির্বাণ চক্রবর্তী, 'বাপি' সুহোত্র মুখোপাধ্যায় ও 'প্রমথ' সোমক ঘোষকে দেখবেন দর্শক। প্রতিবারই ছুটি কাটাতে গিয়ে রহস্যে জড়িয়ে পড়েন একেন। এবারও তাই-ই হতে চলেছে। একেনবাবুর ছবি হোক বা সিরিজ, প্রতিটি জায়গার নিজস্ব সংস্কৃতিতে দর্শকের সামনে তুলে ধরেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। এবারের পুরুলিয়া অভিযানেও যে ছৌ নাচকে মূল আকর্ষণ হিসেবে দেখাবেন পরিচালক, তা আশা করাই যায়।
এবারও চিত্রনাট্যের দায়িত্বে আছেন পদ্মনাভ দাশগুপ্ত। অনির্বাণ, সুহোত্র, সোমক ছাড়াও নতুন সিজনে যুক্ত হবেন আরও পরিচিত টলি তারকারা। প্রতিবারই গল্পের ভিলেন নতুন আকর্ষণ তৈরি করে। এবারের খলনায়ক কে হচ্ছেন? সেটা জানার জন্য আপাতত সময়ের অপেক্ষা।
