বদলাচ্ছে বাংলা ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে জমজমাট রহস্য। সঙ্গে ভরপুর অ্যাকশনে আঁটসাঁট হচ্ছে গল্পের বাঁধন। তাই এখন এই পথ ধরেই হাঁটছেন একাধিক পরিচালক। নিজেদের নতুন করে আবিষ্কার করতে এই পথ ধরে এগিয়ে চলছেন তারকারাও।
কিন্তু এর মাঝেও দর্শকের নজর কাড়ছে অন্য ধারার বাংলা ছবি। পারিবারিক ছবিও দর্শকের মন জয় করছে এখন। এবার এই ধারার ছবিতে হাত পাকাতে চলেছেন পরিচালক কৌশিক সেনগুপ্ত। ছবির নাম 'নৈবেদ্য'। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন টলিউডের বহু তারকা।
সূত্রের খবর, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায়, মানসী সিনহা, দেবরাজ ভট্টাচার্য, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, শ্রেয়া ভট্টাচার্য ও শঙ্কর দেবনাথ। এছাড়াও থাকছেন টলিউডের আরও অন্যান্য তারকারা। এই ছবির গল্পে থাকছে এপার বাংলা-ওপার বাংলার সংমিশ্রণ।
জানা যাচ্ছে, এই ছবির গল্প এগোবে এক বৃদ্ধাশ্রমকে কেন্দ্র করে। ওই বৃদ্ধাশ্রমের সঙ্গে যুক্ত মানুষদের বিভিন্ন জীবনযাত্রা। তাদের প্রত্যেকের জীবনের ওঠাপড়ার সঙ্গে মিশে যাবে এক অদেখা সূত্র। ঘরছাড়া মানুষদের ভিড়ে কীভাবে ভাল থাকার রসদ খুঁজে পায় দুটি জুটি? কীভাবে একে অপরের সঙ্গে এক সুন্দর মেলবন্ধন গড়ে উঠবে সেই নিয়েই এগোবে এই ছবির গল্প।
এক ঝাঁক টলি তারকাদের নিয়ে তৈরি এই ছবিকে কেন্দ্র করে এখনই মুখ খোলেননি ছবির নির্মাতারা। এমনকী মুখে কুলুপ এঁটেছেন তারকারাও। তবে সূত্রের খবর, বেশ অন্য রকম ভাবনা নিয়ে এগোচ্ছে এই ছবির কাজ। টলিপাড়ায় পরিচিত মুখদের নিয়ে তৈরি এই ছবি ঘিরে নাকি পরিচালকের প্রত্যাশাও প্রচুর।
আরও পড়ুন: ভিন্ন ধারার ছবি পরিচালনায় অংশুমান প্রত্যুষ, 'স্পাইডার-চ্যাপ্টার ওয়ান'-এ লুকিয়ে রয়েছে কোন চমক?
ইতিমধ্যেই, কলকাতায় 'নৈবেদ্য'র শুটিং শুরুর প্রস্তুতি চলছে। কলকাতার বাইরেও নাকি চলবে শুটিং। জানা যাচ্ছে, প্রথমে বেশকিছু ফেস্টিভ্যাল ঘুরে তারপর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি।
প্রসঙ্গত, বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে নতুন ভাবনার প্রভাব বিস্তার চোখে পড়ছে। গল্পের ধরন হোক কিংবা ছবি তৈরির মাধ্যম, বদল নজরে পড়ছে সব ক্ষেত্রেই। শুধু গল্পে নয়, ছবি তৈরিতেও আমূল পরিবর্তন আনতে চলেছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। এক ভিন্ন ধারার ছবিতে হাত পাকাতে চলেছেন পরিচালক অংশুমান প্রত্যুষ।
এবার 'ওয়ার্ল্ড লংগেস্ট ওয়ান-শট' ছবি তৈরি করছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। প্রকাশ্যে এল সেই ছবির নাম 'স্পাইডার - চ্যাপ্টার ওয়ান।' ইতিমধ্যে এই ছবির শুটিং শুরু হয়েছে শহর কলকাতায়। একগুচ্ছ তারকা নিয়ে চলছে এই ছবির শুটিং। অভিনয়ে রয়েছেন সৌম্য মুখোপাধ্যায়, জয়ী দেব রায়, মুকুল কুমার জানা, সৈকত দে, রত্নদীপ ঘোষ, আরমান আহমেদ, প্রতীক কুণ্ডু। এছাড়াও ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পুষ্পজিত ঘোষ, শুভদীপ গুহ রায়, আনির্বান দাসগুপ্ত, রাহুল বিশ্বাস, অদ্রিজা ঘোষ, প্রভেলিকা, ইষা নন্দী, অনুরুপা পাল, রিত্তিলা দাস, সৃষ্টিপ্রিয়া দাস, শর্মিষ্টা দাস ও সারয়ান ধোবি।
