দর্শকের কাছে মনোরঞ্জনের অন্যতম মাধ্যম যেহেতু ওটিটি-ই। তাই ওটিটির সিরিজের ঘরানায় আসছে নতুনত্ব। জি ফাইভের উদ্যোগে আসছে মাইক্রো ড্রামা। রিলের আকারে কয়েক মিনিটেই শেষ হবে এক একটি পর্ব। এরকম বেশ কয়েকটি পর্ব মিলিয়ে তৈরি হবে মিনি সিরিজ বা মাইক্রো ড্রামা। এই নতুন ঘরানা দর্শকের থেকে দারুণ প্রতিক্রিয়া পাবে বলে আশা করছেন নির্মাতারা। এই উদ্যোগের সঙ্গে হাত মিলিয়েছেন বহু টলি তারকারা।
জি ফাইভ ও বুলেট অ্যাপে ইতিমধ্যেই দেখা যাচ্ছে এরকম কিছু মাইক্রো সিরিজ। যার মধ্যে নয়া সংযোজন আরও একটি সিরিজ। পরিচালনায় অনির্বাণ মল্লিক। কার্যনির্বাহী প্রযোজনায় অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই মাইক্রো ড্রামায় জুটি বাঁধছেন রোহন ভট্টাচার্য ও অঙ্গনা রায়। রোহন-অঙ্গনার জুটিকে দর্শক টেলিভিশনের পর্দায় দেখেছিলেন। স্টার জলসার ধারাবাহিক 'তুমি আশেপাশে থাকলে'তে প্রথমবার জুটি বেঁধেছিলেন তাঁরা। এরপর আর সেভাবে একসঙ্গে জুটি হিসেবে পর্দায় তাঁদের দেখেননি দর্শক।
এই মাইক্রো ড্রামার মাধ্যমে একফ্রেমে দেখা যাবে রোহন-অঙ্গনাকে। গল্পটি এগোবে স্ক্যামকে ঘিরে। জালিয়াতির এক প্রান্তে থাকবেন অঙ্গনা। অন্যদিকে, জালিয়াতির খপ্পরে পড়বেন রোহন। কী হবে তারপর? সেই উত্তর মিলবে ওই সিরিজে।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই হয়ে গিয়েছে সিরিজের শুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৬-এর শুরুতেই মুক্তি পাচ্ছে এই গল্প। তবে এখনও পর্যন্ত মাইক্রো সিরিজের নাম চূড়ান্ত হয়নি বলেই খবর।
প্রসঙ্গত, চলতি বছর বেশ কয়েকটি ছবির কাজ সেরেছেন রোহন, অঙ্গনা দু'জনেই। আগামী বছর পরপর মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁদের নতুন কাজ। অঙ্গনা ওটিটি ও বড়পর্দার মাধ্যমে কেরিয়ার শুরু করলেও রোহন কিন্তু ছোটপর্দার মাধ্যমেই পরিচিতি পেয়েছিলেন। তবে টলিউডের গণ্ডি পেরিয়ে রোহন পাড়ি দিয়েছেন বলিউডেও। দুই অভিনেতা-অভিনেত্রীই নিজের জায়গা গুছিয়ে নিয়েছেন বিনোদন জগতে। নিজ নিজ ক্ষেত্রে দু'জনেই দর্শকের মন জয় করেছেন। এবার এই মাইক্রো ড্রামায় রোহন-অঙ্গনার জুটি কতটা ম্যাজিক ছড়ায়, এখন সেটাই দেখার।
