নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দায় জনপ্রিয়তা কুড়িয়েছেন যাঁরা, তাঁদের বড়পর্দায় অভিষেক ঘিরে দর্শকের মধ্যে চলে আরও রমরমা।‌ এবার এই তালিকায় নাম লেখাতে চলেছেন সায়ন মুখোপাধ্যায় ও ঋতু পাইন। 

 


ছবির নাম 'লটারী জিন্দাবাদ'। 'এস এস এন্টারটেনমেন্ট' প্রযোজিত এই ছবির পরিচালনায় জিৎ দত্ত। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং। সিকিমের মনোরম পরিবেশে সায়ন-ঋতুর সঙ্গে দেখা পাওয়া গেল খরাজ মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, দেবলীনা দত্ত, রিয়া গাঙ্গুলি, রাজদীপ সরকার এবং মন্টু মল্লিকদের। 


ছোটপর্দার জনপ্রিয় মুখ ঋতু পাইন এবং সায়ন মুখোপাধ্যায় জুটি বেঁধেছেন এই ছবিতে। ছবিটির গল্প লিখেছেন সাবির। চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে সনৎ সেন। গল্পে 'মদন' অর্থাৎ খরাজ মুখোপাধ্যায় এক কোটি টাকার লটারি জেতার পর সেই লটারির টিকিট হারিয়ে যায়।

তারপর কীভাবে সেই টিকিট উদ্ধার হয়, তা নিয়েই জমে ওঠে কাহিনি। রহস্য ও কমেডির মিশেলে তৈরি এই ছবি চলতি বছরের শেষে মুক্তির অপেক্ষায় রয়েছে। 


প্রসঙ্গত, বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছেন সায়ন। অন্যদিকে, জি বাংলার ধারাবাহিক 'মালা বদল'-এ 'ঘটক দিদি'র চরিত্রে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন ঋতু। ধারাবাহিক শেষ হতেই তাই তাঁর ফেরার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। এবার আর ছোটপর্দায় নয়, একেবারে বড়পর্দার নায়িকা হয়ে চমক দিলেন তিনি।