নিজস্ব সংবাদদাতা: প্রায় বছর দু'য়েক আগে ঘোষণা করা হয়েছিল 'রঘু ডাকাত'-এর। কিন্তু নানা কারণে সেই প্রজেক্ট হয়নি। পিছিয়ে গিয়েছে। কিন্তু চলতি বছরের একদম গোড়াতেই সুখবর শুনিয়েছেন দেব। অবশেষে আসছে এই ছবি। চলতি বছরের পুজোয় বড় পর্দায় মুক্তি পাবে অষ্টাদশ শতাব্দীতে বাংলার এই দোর্দণ্ডপ্রতাপ ডাকাতের গল্প। 

 


সম্প্রতি, শুরু হয়েছে টলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমা ‘রঘু ডাকাত’-এর শুটিং। কিছুদিন আগে লুঠ করে রঘু ডাকাতের ঘোরা ছুটিয়ে ফেরার দৃশ্যের শুটিং হয়েছে পূর্ব বর্ধমানের আউসগ্রামের জঙ্গলে। যা দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির প্রথম অংশের শুটিং। এবার পালা দ্বিতীয় অংশের। 

 

 

জানা যাচ্ছে, ফের নতুন জায়গায় দলবল নিয়ে পাড়ি দিয়েছেন পর্দার 'রঘু' ওরফে দেব। সূত্রের খবর, এবার তাঁদের দলে যোগ দিয়েছেন অভিনেতা রজতাভ দত্ত। গল্পে এমন এক চরিত্রে ধরা দেবেন তিনি, যা নাকি কল্পনাও করতে পারবেন না দর্শক। 

 


রঘু ডাকাত ছবিটির পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। দেবের প্রযোজনা সংস্থা  এবং এসভিএফ যৌথভাবে প্রযোজনাযর দায়িত্বে রয়েছে এই ছবির। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার ও ইধিকা পাল।