পরিচালনায় হাতেখড়ি হওয়ার পর থেকেই বিভিন্ন ঘরানার ছবিতে হাত পাকিয়ে চলেছেন পরিচালক শৌভিক দে। ফ্যামিলি ড্রামা, অ্যাকশন, থ্রিলারের পর এবার হরর-কমেডির মিশেলে ছবি তৈরি করতে চলেছেন তিনি। সূত্রের খবর, মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও শ্রীমা ভট্টাচার্যকে। এই প্রথমবার পর্দায় জুটি হিসেবে দেখা যেতে চলেছে এই দুই তারকাকে। 

 

এছাড়াও গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে আরিয়ান ভৌমিক ও দেবরাজ ভট্টাচার্যকে। ভৌতিক ঘরানার এই ছবির সঙ্গে মিশবে কমেডি। জানা যাচ্ছে, ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে এই ছবির। পাহাড়ি অঞ্চলে হয়েছে এই ছবির শুটিংয়ের কিছুটা অংশ।‌ বাকিটা কলকাতায় হতে চলেছে। 

 

এই প্রথমবার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও শ্রীমা ভট্টাচার্যকে জুটি হিসেবে দেখবেন দর্শক। তাঁদের জুটিকে নিয়েই এগোবে গল্প। গল্পের মোড়ে ভৌতিক কাণ্ডের খপ্পরে পড়বেন তাঁরা। কিন্তু কীভাবে উদ্ধার হবেন বিপদ থেকে? সেই উত্তর দেবে এই ছবি। জানা যাচ্ছে, আপাতত ছবির নাম ঠিক হয়েছে 'আইসিইউ'। তবে এটাই ছবির চূড়ান্ত নাম কিনা, তা যদিও জানা যায়নি। 

 


প্রসঙ্গত, টলিপাড়ায় এখন বদলাচ্ছে ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে জমজমাট রহস্য। সঙ্গে ভরপুর অ্যাকশনে আঁটসাঁট হচ্ছে গল্পের বাঁধন। তাই এখন এই পথ ধরেই হাঁটছেন একাধিক পরিচালক। তবে কিছুক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা যায়। দেখা যায় নারীকেন্দ্রিক ছবির ভাবনা, দেখা যায় সামাজিক প্রেক্ষাপটের উপর তৈরি খুব চেনা কোনও গল্পের অসামান্য পটভূমি। তবে ছক ভাঙা পথ ধরেও হাঁটেন অনেক পরিচালক। এবার সেই তালিকায় নাম লেখালেন শৌভিক। 

 

 

এর আগে শৌভিকের পরিচালনায় 'ব্রহ্মার্জুন' ছবিতে পুরোপুরি অ্যাকশন ঘরানায় মুখোমুখি হয়েছিলেন অনিন্দ্য সেনগুপ্ত এবং রোহন ভট্টাচার্য। ছবিতে 'ব্রহ্মা'-র চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা রোহন ভট্টাচার্যকে, অন্যদিকে অনিন্দ্য সেনগুপ্তকে দেখা গিয়েছে 'অর্জুন'-এর চরিত্রে৷ ছবিতে দু'টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং অমিত শেঠী। ছবিতে 'পুষ্পা' চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে, 'নান্নু যাদব' চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা অমিত শেঠীকে। এছাড়াঝ এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে খরাজ মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায় এবং অন্যান্য অভিনেতাদের। গত বছর অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে নিয়ে 'পরীমণি'র শুটিং সেরেছেন পরিচালক।