নিজস্ব সংবাদদাতা: স্টার জলসায় খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে 'রাজ রাজেশ্বরী রাণী ভবানী'। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজনন্দিনী পাল। এই প্রথম ছোটপর্দায় অভিষেক তাঁর। রাণী ভবানীর মুখ্য শত্রুদের মধ্যে রয়েছেন রাজদীপ গুপ্ত। আর একজন শত্রুর চরিত্রে দেখা যাবে অভিনেতা প্রাজ্ঞ দত্তকে।
এই ধারাবাহিকে তিনি বর্গী দস্যুর চরিত্রে অভিনয় করছেন। রাণী ভবানীকে চক্রান্ত করে বিপদে ফেলতে তৎপর তিনি। এমন গল্পই ফুটে উঠবে এই ধারাবাহিকে। ইতিমধ্যেই সামনে এসেছে এই মেগার দ্বিতীয় প্রোমো। যেখানে বাকি চরিত্রদের ঝলক সামনে এলেও দেখা মেলেনি ভবানীর এই চরম শত্রুর। আজকাল ডট ইন-এ প্রথম প্রকাশ্যে তাঁর ঝলক।
প্রাজ্ঞকে দর্শক দেখবেন শুভ্রজিৎ মিত্রর পরিচালনায় 'দেবী চৌধুরানী'তে। এছাড়াও 'রাপ্পা রায় ফুলস্টপ ডট কম'-এও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। অশোক বিশ্বনাথনের পরিচালনায় 'হোয়াটস ইন আ নেম' ছবিতে 'হ্যামলেট'-এর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
নিজেকে ছক ভাঙা চরিত্রে দেখতে প্রস্তুত প্রাজ্ঞ। তাই বিভিন্ন চরিত্রে, বিভিন্ন কাজে এখন এগিয়ে চলেছেন তিনি। স্টার জলসার 'রাণী ভবানী'তে ভয় ধরাতে প্রস্তুত অভিনেতা।
