নিজস্ব সংবাদদাতা: ভোজপুরি প্রেমিক আর বাঙালি প্রেমিকা! মাঝে পরিবারের চাপ। কী হবে এই প্রেমের ভবিষ্যৎ? এই প্রশ্নের উত্তর নিয়ে আসছেন পরিচালক মহেশ ভেঙ্কট মোদক। ছবির কেন্দ্রবিন্দুতে থাকছে ভোজপুরি ও বাঙালি পরিবার। দুই পরিবারের ছেলে মেয়ের প্রেম কাহিনি তৈরি করবে বড়সড় বিভ্রাট। গল্পে থাকছে কমেডির ছোঁয়াও।
জানা যাচ্ছে, ছবিতে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন বাঙালি অভিনেত্রী দর্শনা বণিক। তাঁর বিপরীতে দেখা যেতে চলেছে গায়ক, অভিনেতা অরবিন্দ অকেলা কাল্লুকে। থাকছেন টলিউডের নামজাদা তারকারাও। খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার ও প্রসূন সাহাকেও। গল্পে বাঙালি মেয়ে দর্শনার প্রেমে পড়েন অরবিন্দ। কিন্তু দু'জনের প্রেমে বাধা হয়ে আসে তাঁদের পরিবার। কীভাবে সব বাধা পেরিয়ে জিতে যাবে তাঁদের ভালবাসা, সেই গল্পই বলবে এই ছবি।
সূত্রের খবর, ইতিমধ্যেই হয়েছে শুটিং। কিন্তু এখনও চূড়ান্ত হয়নি নাম। তবে চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা চলছে ছবিটির। এই ছবির মাধ্যমেই প্রথম পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে মহেশ ভেঙ্কট মোদকের।
