নিজস্ব সংবাদদাতা: রবি ঠাকুরের 'শেষের কবিতা'য় যেমন অসম্পূর্ণ প্রেমের গল্প পাঠকের মনোযোগ আকর্ষণ করেছিল। ঠিক তেমনই এক অসম্পূর্ণ প্রেমের গল্প বলতে আসছেন পরিচালক অংশুমান চক্রবর্তী। 'শেষের কবিতা'র আঙ্গিকে তৈরি হতে চলেছে তাঁর স্বল্পদৈর্ঘ্যের ছবি 'আ ফেয়ারি টেল'। লেখায় বৈশাখী চক্রবর্তী, প্রযোজনায় ঝুমা চক্রবর্তী।
ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন দেবলীনা দত্ত ও সৌরভ দাস। গল্পে 'অ্যাঞ্জেলিনা' মিশ্র সংস্কৃতির পক্ষপাতী। প্রত্যন্ত গ্রামের দারিদ্রতার বৃত্তে থাকা মানুষদের একটু ভালভাবে বাঁচার রসদ যোগায় সে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, লেখার সঙ্গে পাশ্চাত্য সংস্কৃতিকে নিয়ে সময় কাটাতে ভালবাসে সে। এদিকে, কলেজের মেধাবী ছাত্র 'প্রান্তিক'। অভাব গ্রাস করায় কিছুতেই নিজের লক্ষ্যের দিকে এগোতে পারে না। অ্যাঞ্জেলিনা নিঃস্বার্থভাবে তাকে সাহায্য করে।
এরপর ধীরে ধীরে তাদের মধ্যে যোগাযোগ বাড়ে। একে অপরকে ভালবেসে ফেলে তারা। কিন্তু তাদের এই অসমবয়সি প্রেম মেনে নিতে পারে না প্রান্তিকের বান্ধবী 'রোশনী'। এদিকে, প্রান্তিক ও রোশনীর মাঝে নিজেকে তৃতীয় ব্যক্তি মনে করে অ্যাঞ্জেলিনা। তাই হঠাৎ একদিন আত্মহত্যার পথ বেছে নেয় সে। কিন্তু অ্যাঞ্জেলিনার আত্মহত্যা মেনে নিতে পারে না প্রান্তিক। দুর্ঘটনায় স্মৃতি হারিয়ে ফেলে সে। রোশনীর মধ্যেই অ্যাঞ্জেলিনাকে খুঁজতে শুরু করে সে। কী হবে তাঁদের ভবিষ্যৎ? এই উত্তর মিলবে ছবির গল্পে।
এই মুহূর্তে চলছে ছবির প্রাক প্রোডাকশন কাজ। জানা যাচ্ছে, চলতি বছর এপ্রিলের মাঝামাঝি সময়ে শান্তিনিকেতনে শুরু হবে ছবির শুটিং।
