নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় এখন বদলাচ্ছে ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে জমজমাট রহস্য। সঙ্গে ভরপুর অ্যাকশনে আঁটসাঁট হচ্ছে গল্পের বাঁধন। তাই এখন এই পথ ধরেই হাঁটছেন একাধিক পরিচালক। তবে কিছুক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা যায়।

 

 

দেখা যায় নারীকেন্দ্রিক ছবির ভাবনা, দেখা যায় সামাজিক প্রেক্ষাপটের উপর তৈরি খুব চেনা কোনও গল্পের অসামান্য পটভূমি। এই ছক ভাঙার পর ধরে এগিয়ে এলেন পরিচালক সৌভিক দে। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অ্যাকশন থ্রিলার ছবি 'ব্রহ্মার্জুন'। ছবিতে রোহন ভট্টাচার্য, অনিন্দ্য সেনগুপ্ত ও প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে দেখা যাবে। 

 


কিন্তু এবার একেবারে অন্য ধারার ছবির প্রস্তুতি শুরু করলেন পরিচালক। সমাজের এক অজানা দিক ফুটে উঠবে তাঁর আগামী ছবিতে। সঙ্গে নারীশক্তির প্রভাব থাকবে। ছবির নাম আপাতভাবে ঠিক হয়েছে 'পরীমণি'। সূত্রের খবর, মুখ্য চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে। 

 


এছাড়াও ছবিজুড়ে থাকবে টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। থাকছেন ধারাবাহিকের বেশকিছু জনপ্রিয় তারকাও। ইতিমধ্যেই মুর্শিদাবাদে শুরু হয়েছে ছবির শুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে মুক্তি পাবে ছবিটি।