টলিউডে বেশ পরিচিত মুখ তানিকা বসু। বড়পর্দা থেকে ওয়েব সিরিজ, তানিকাকে দর্শক বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছেন। 'চালচিত্র'-এ 'পুতুল'-এর চরিত্রে অভিনয় করে এক প্রকার সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেত্রী। এবার অভিনেত্রীকে দেখা যাবে রহস্যময় গল্পে! 

 


খুব শীঘ্রই জি ফাইভ-এ আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘রঙ্কিনী ভবন’। পরিচালনায় অভ্রজিৎ সেন। তাঁর পরিচালিত এই সিরিজের প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রান্তিক বসু, চিরাগ চালানি এবং ঋষি মাহেশ্বরী। এই সিরিজের চিত্রনাট্য লিখেছেন মেধাতিথি বন্দ্যোপাধ্যায়, সঙ্গ দিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস। যাঁকে দর্শক 'এক্স=প্রেম' ছবিতে দেখেছিলেন। অর্থাৎ অভিনয়ের পাশাপাশি এবার হাতে কলম তুলে নিলেন এই অভিনেত্রী। যদিও শুধু চিত্রনাট্য লেখার কাজেই তিনি যুক্ত নন, সৃজনশীল প্রযোজকের দায়িত্বেও রয়েছেন তিনি।

 


এই সিরিজের গল্পে ফুটে উঠবে টানটান উত্তেজনা। জমাটি থ্রিলারে প্রথমবার জুটি হিসেবে দেখা যেতে চলেছে অভিনেতা গৌরব রায়চৌধুরী ও শ্যামৌপ্তি মুদলিকে। সিরিজের গুরুত্বপূর্ণ এক চরিত্রে থাকছেন তানিকা। তবে তাঁর চরিত্রটি রহস্য ছড়াবে নাকি নিজেই রহস্যে জড়িয়ে পড়বে, তা এখনও খোলসা হয়নি। 

 


এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিদীপ্তা চক্রবর্তী, আভেরী সিংহ রায় ও সোমা বন্দ্যোপাধ্যায়ের মতো তারকাদের। ইতিমধ্যেই পুরুলিয়ায় শুটিং চলছে। 

 


প্রসঙ্গত, মুখ্য অভিনেতাদের মধ্যে অনেককেই ছবি ও সিরিজের দুনিয়ায় দর্শক দেখলেও শ্যামৌপ্তিকে ওটিটির পর্দায় এই প্রথমবার দেখবেন। এতদিন ছোটপর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে অনুরাগীদের মন জয় করেছেন। তবে ওটিটিতে এই প্রথমবার কাজ করতে চলেছেন তিনি। শ্যামৌপ্তিকে দর্শক শেষ দেখেছেন জি বাংলার ধারাবাহিক 'অমর সঙ্গী'তে‌। 

 

 

 

অন্যদিকে, গৌরব রায়চৌধুরীকেও অনেকদিন পর্দায় দেখা যায় না। জি বাংলার ধারাবাহিক 'পুবের ময়না'য় তাঁকে শেষ দেখা গিয়েছিল। যদিও মাঝে একটি ছবিতে দেখা যাওয়ার কথা অভিনেতাকে। ইতিমধ্যেই শেষ হয়েছে সেই ছবির শুটিং। এবার ওটিটির পর্দায় জমজমাট থ্রিলারে কোন ভূমিকায় থাকছেন তিনি, সেটাই দেখার।