সংবাদসংস্থা মুম্বই: ইব্রাহিম আলি খানের সঙ্গে জুটি বেঁধে খুশি কাপুরকে দেখা গিয়েছে 'নাদানিয়া'য়। ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এ ছবিটি মুক্তি পেতেই ধেয়ে এসেছে কটাক্ষের ঝড়। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি খুশি কিংবা ইব্রাহিমকে।
এর মাঝেই নতুন ছবির কথাবার্তা পাকা হল খুশির। প্রযোজনায় বাবা বনি কাপুর। আইফা অ্যাওয়ার্ডের রেড কার্পেটে মেয়ের নতুন কাজের কথা ফাঁস করলেন বনি কাপুর। তিনি জানান, শ্রীদেবী অভিনীত ছবি 'মম'-এর সিক্যুয়েল নিয়ে ভাবছেন তিনি। ছবির মুখ্য চরিত্রে খুশিকে ভাবছেন বনি কাপুর।
তাঁর কথায়, "জাহ্নবী ও খুশি দুই মেয়েই বলিউডে নিজের নাম প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ওদের মা অভিনয় জগতে কাজের যে ছাপ রেখে গিয়েছেন, তাঁর দেখানো দিশায় হেঁটে চলেছে দুই মেয়ে। একদিন ঠিক ওরাও শ্রীদেবীর মতোই নিজের জায়গা গড়ে নেবে দর্শকের মনে।"
বনি কাপুর আরও বলেন, "শ্রীদেবীর বায়োপিক তৈরির গুঞ্জন উঠেছিল। কিন্তু এখনই এই বিষয়ে কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে 'মম ২' নিয়ে ভাবনা-চিন্তা চলছে। আশা করি, খুশিকে একেবারে অন্যরূপে দেখবেন দর্শক।"
প্রসঙ্গত, ২০১৭ সালে মুক্তি পেয়েছিল রবি উদায়ার পরিচালিত, শ্রীদেবী অভিনীত ছবি 'মম'। এই ছবিতে অভিনয় করে 'সেরা অভিনেত্রী' বিভাগে 'ন্যাশনাল অ্যাওয়ার্ড' পেয়েছিলেন শ্রীদেবী।
