ফের ‘চুলবুল পাণ্ডে’ হয়ে পর্দায় ফিরছেন সলমন। কয়েকদিন আগেই সুখবর দিয়েছিলেন অভিনেতার ভাই তথা প্রযোজক-অভিনেতা আরবাজ খান। আর এবার পরিচালক অভিনব কাশ্যপের লাগাতার আক্রমণের মাঝে 'দাবাং ৪'নিয়ে মিলল আরও এক গুঞ্জন। শোনা যাচ্ছে, স্বয়ং সলমন খানই নাকি পরিচালনা করতে চলেছেন 'দাবাং'-এর এই নতুন ফ্র্যাঞ্চাইজি। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তবে সলমন এবার ক্যামেরার পেছনে দাঁড়াতে চলেছেন,ইন্ডাস্ট্রিতে চর্চা তুঙ্গে।
বেশ অনেক দিন ধরেই সলমন খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে প্রকাশ্যে নানা বিষয়ে 'দাবাং’ সিরিজের প্রথম ছবির পরিচালক অভিনব কাশ্যপ অভিযোগ করে চলেছেন। তাঁর দাবি, বলিউডে সলমনের প্রভাব এবং পরিবারের ‘গেটকিপিং’ নীতির কারণে বহু প্রতিভাবান মানুষ কাজ হারাচ্ছেন। শুধু তাই নয়, তিনি অভিযোগ করেন যে 'দাবাং ২'-এর সময় তাঁর ওপর 'চাপ তৈরি করে সরিয়ে দেওয়া হয়েছিল' এবং সলমনের পরিবার নাকি 'নিজেদের মতো পরিচালক' খুঁজছিল। ক্যশ্যপের আরও বিস্ফোরক দাবি, সলমন নাকি নিজের শরীরকে নিখুঁত রাখার জন্য 'ইনজেকশন ব্যবহার করেন।'
যদিও এসব অভিযোগের কোনও প্রমাণ তিনি সামনে আনতে পারেননি, তবে তাঁর কথায় বিতর্ক আরও তীব্র হয়েছে। নীরবে থাকেননি সলমনও। পাল্টা জবাবে ভাইজান স্পষ্ট ভাষায় বলেন, “কেউ কেউ শুধু বসে বসে অভিযোগ করছে কারণ তাদের কাজে মন নেই।” তাঁর দাবি, কাশ্যপের কথাগুলো 'মিথ্যা ও ভিত্তিহীন'। অভিনেতার আরও সংযোজন, "কারও কেরিয়ার নষ্ট করার মতো ক্ষমতা আমার নেই। কেরিয়ার তৈরি হয় পরিশ্রমে, ঈশ্বরের কৃপায়। কেউ কারওর জীবন নষ্ট করতে পারে না।"
এমন বিতর্কের পরিস্থিতির মাঝেই জল্পনা ছড়িয়েছে যে সলমন এবার ‘দাবাং ৪’-এর পরিচালনার দায়িত্ব নিজেই নিতে পারেন। দীর্ঘদিন ধরে তিনি এই ফ্র্যাঞ্চাইজির মুখ। তাই ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের মতে, ছবির নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়াই তাঁর পরবর্তী পদক্ষেপ হতে পারে।তবে এ বিষয়ে সলমন বা তাঁর প্রোডাকশন হাউসের এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি।
পরিচালকের ভূমিকায় সলমনের গ্রহণযোগ্যতা নিয়ে ইতিমধ্যে বলিপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একপক্ষের মতে, সলমন পরিচালক হলে ‘দাবাং’ সিরিজ নতুন উচ্চতায় পৌঁছাবে। অন্যদিকে অনেকে মনে করছেন, কাশ্যপ-সলমন বিরোধই এই জল্পনার মূল কারণ। তবে একথাই বলাই যায়, ‘দাবাং ৪’ নিয়ে যতটা উত্তেজনা তৈরি হয়েছে, তার বড় অংশই অভিনব কাশ্যপের সাম্প্রতিক অভিযোগ ঘিরে। আপাতত সলমনের পক্ষ থেকে কবে অফিসিয়াল ঘোষণা আসে, সেদিকেই তাকিয়ে অনুরাগীরা।
প্রসঙ্গত, সব বয়সি দর্শকের কাছে ‘দবং’ সিরিজ ব্যাপক জনপ্রিয়। ২০১০ সালে অভিনব কাশ্যপ পরিচালিত ‘দাবাং’ প্রথম মুক্তি পায়। ২০১২ সালে আসে ‘দবং ২’, যা পরিচালনা করেছিলেন আরবাজ খান নিজেই। তৃতীয় কিস্তি ‘দবং৩’ পরিচালনা করেন প্রভু দেবা, মুক্তি পায় ২০১৯ সালে। এরপর থেকেই শোনা যাচ্ছিল, আরও একবার চুলবুল পাণ্ডে হয়ে ফিরবেন ভাইজান। তাই চতুর্থ কিস্তির সম্ভাব্য ঘোষণা ভক্তদের মধ্যে আগেই উত্তেজনা সৃষ্টি করেছিল।
বর্তমানে সলমন খান সঞ্চালনা করছেন বিগ বস ১৯। আগামী বছর তাঁর নতুন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ মুক্তি পাবে, যা পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া।
