আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে স্নান করতে আসছেন বহু মানুষ। সাধারণ মানুষদের পাশাপাশি দেখা গিয়েছে একাধিক তারকাকেও। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হলেন কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়। কিন্তু তানিশার কুম্ভ স্নান খুব একটা সুখের হল না। বরং তৈরি হল বিতর্ক। সম্প্রতি তানিশার কুম্ভ স্নানের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে আর সেই ভিডিও দেখেই উঠেছে সমালোচনার ঝড়।
ভাইরাল ওই ভিডিওতে তানিশাকে একটি গাঢ় গেরুয়া শাড়ি পরে ত্রিবেণী সঙ্গমের ডুব দিতে দেখা গিয়েছে। শুধু ডুব নয়, রীতিমতো আঁচল দুলিয়ে, মুখে জল ছিটিয়ে নানা রকম ভঙ্গিতে ছবিও তোলেন তনুজা কন্যা। গোটা বিষয়টি ক্যামেরাবন্দি করার জন্য তোলেন ভিডিও। আর তাতেই বিপত্তি। ভিডিও একটু এগোতেই শোনা যায়, কেউ একজন ক্যামেরার পিছন থেকে তাঁকে আরও একবার ডুব দেওয়ার অনুরোধ করছেন। কিন্তু তানিশা রাজি হননি। উল্টে তাঁকে বলতে শোনা যায়। ডুব দিতে নারাজ তানিশা কখনও বলেন, “স্থানটি বড় নোংরা” কখনও বলেন, “জায়গাটি খুবই অগভীর।” যদিও কিছুক্ষণ পর নিজের গঙ্গাস্নানের দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য ডুব দিতে রাজি হয়ে যান অভিনেত্রী। এবার তাঁকে বলতে শোনা যায়, “ঠিক আছে, আরও একবার করছি।” দ্বিতীয় বার ডুব দেওয়ার আগে ফের তিনি চিত্রগ্রাহককে প্রশ্ন করেন ঠিকঠাক ছবি তোলা হয়েছে কি না।
আর এই ঘটনাতেই বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ। অধিকাংশ ক্ষেত্রেই নেটিজেনদের বক্তব্য আদৌ ভক্তির কারণে নয়, রিল বানাতেই কুম্ভে গিয়েছেন তানিশা। আধ্যাত্মিক কর্মকাণ্ডকে অভিনেত্রী নিজের প্রচারের জন্য ব্যবহার করছেন বলেও অভিযোগ করেন কেউ কেউ। তবে ট্রোলিং-এর শিকার হলেও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী।
