সংবাদসংস্থা মুম্বই: ৫৩-এ পা দিলেও এতটুকু জৌলুস কমেনি তাবুর। হিন্দি ছবি থেকে শুরু করে দক্ষিণী ছবির জগতেও দর্শকের মন কেড়েছেন অভিনেত্রী। তাঁর অভিনয় দক্ষতা আর চরিত্র নির্বাচনের কারণে প্রশংসা কুড়িয়েছেন সমালোচকদের কাছে থেকেও। 

 

 

আজ অভিনেত্রীর জন্মদিনে অনুরাগীরা ফিরে দেখছেন তাঁর জার্নি। সফল অভিনেত্রী হলেও সংসার করা হয়নি তাঁর। এই কারণে কি আজও আক্ষেপ করেন তাবু? আক্ষেপ নয়, তাঁর অবিবাহিত থাকার কারণ হিসাবে সরাসরি দায়ী করলেন বলিউডের এক অভিনেতাকে! 

 

 

সম্প্রতি, অভিনেত্রীর জন্মদিনে ফের চর্চায় তাঁর পুরনো একটি সাক্ষাৎকার। সেখানে বিয়ে না করার কারণ হিসাবে তাবু দায়ী করলেন অজয় দেবগণকে। ওই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "অজয়কে প্রায় ২৫ বছর ধরে চিনি। আমার দাদার প্রতিবেশী আর বন্ধু ছিল অজয়। তাই যখনই রাস্তায় বেরোতাম। ওঁরা নজর রাখত আমার উপর। কোনও ছেলে কথা বলতে এলে তাঁকে দু ঘা দেওয়ার হুমকিও দিত। তাই প্রেম করাই হয়নি। এই জন্য আশাকরি অজয়ও নিজেকে কোনওদিন ক্ষমা করতে পারবে না।"

 

 

প্রসঙ্গত, অজয়-তাবুর বন্ধুত্ব নজর কাড়ে বলিউডে। একসঙ্গে করেছেন বহু ছবি। সম্প্রতি, নীরজ পাণ্ডে পরিচালিত ছবি "অউর ম্যায় কাহা দম থা'-এ ফের একবার নব্বই দশকের পুরনো মেজাজে ধরা দিয়েছিলেন তাঁরা।