সংবাদ সংস্থা মুম্বই: বলিউড অভিনেতা পঙ্কজ কাপুরের প্রথম স্ত্রী ছিলেন নীলিমা আজম। তাঁদের পুত্র শাহিদ কাপুরের যখন মাত্র সাড়ে তিন বছরের, তখন  পঙ্কজ ও নীলিমার বিবাহ বিচ্ছেদ হয়। তার কিছুদিনের মধ্যেই পঙ্কজের জীবনে আসেন অভিনেত্রী সুপ্রিয়া পাঠক। এবং ধীরে ধীরে শাহিদের জীবনে শুরু হয় এক নতুন ‘মা’-এর পথচলা।

 

 

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সুপ্রিয়া পাঠক অকপটে বলেন, “শাহিদ আমারই ছেলে! মায়ের সঙ্গে যেমন সম্পর্ক হয়, ঠিক সেরকমই সম্পর্ক আমাদের... আমি যখন ওর সঙ্গে প্রথম দেখা করি, তখন ও মাত্র ছ'বছরের ছিল।” শুধু তাই নয়, সুপ্রিয়া আরও জানান, তাঁর সব সন্তান—রুহান, সানাহ এবং শাহিদ—তাঁর জীবনের সমান গুরুত্বপূর্ণ অংশ। বর্ষীয়ান অভিনেত্রীর কথায়, “ওরা সবাই আমার সন্তান। আমি ওদের সঙ্গে ঝগড়া করতে পারি, ভালবাসতে পারি, হাসতে পারি। আমি ওদের বন্ধু, তিনজনেরই!”

 

আরও পড়ুন:  ‘লভ অ্যান্ড ওয়ার’-এর সেটে ‘চরম ঝামেলা’ রণবীর-ভিকির মধ্যে! চেষ্টা করেও কেন থামাতে পারছেন না বনশালি?

 

১৯৮৮ সালে পঙ্কজ কাপুর ও সুপ্রিয়া পাঠক বিয়ে করেন। তাঁদের প্রথম পরিচয় হয়েছিল ‘আগলা মৌসম’ নামের একটি (অপ্রকাশিত) ছবির সেটে। তখন দুজনেই আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। ভালোবাসা ধীরে ধীরে পরিণয় পায় বিয়েতে, যদিও সুপ্রিয়ার মা এই সম্পর্কের পক্ষে ছিলেন না। তবু, তাঁদের ভালবাসা টিকে থাকে সময়ের পরীক্ষায়। এই দম্পতির ঘরে জন্ম নেয় সানাহ কাপুর (১৯৯০) ও রুহান কাপুর (১৯৯৪)। তবে শাহিদের সঙ্গে সুপ্রিয়ার সম্পর্ক কখনও ‘স্টেপমাদার’ বা ‘সৎ মা’-র মতো ছিল না—বরং যেন এক নিখাদ হৃদয়ের বন্ধন।

 


সুপ্রিয়া পাঠককে সম্প্রতি দেখা গিয়েছে ‘রেইড ২’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন অজয় দেবগণ, বাণী কাপুর এবং রিতেশ দেশমুখ। ছবিটি বিশ্বব্যাপী ২৩৭ কোটি টাকার ব্যবসা করেছে। বর্তমানে তিনি নতুন কোনও প্রজেক্টের ঘোষণা না করলেও, তাঁর জীবন যাপন ও ব্যক্তিত্ব বরাবরই অনুপ্রেরণার প্রতীক বহু মানুষের কাছে।

 

অন্যদিকে, মীরা রাজপুতের সঙ্গে সুখেই সংসার করছেন বলি অভিনেতা শাহিদ কাপুর। অতীতে করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেত্রীদের সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। সম্প্রতি, এক সাক্ষাৎকারে শাহিদ প্রেম প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, তিনি নাকি একাধিক মহিলার দ্বারা প্রতারিত হয়েছেন। প্রেমে পড়ে ঠকেছেন বহুবার। তাঁর এই কথায় সায় দেন স্ত্রী মীরাও। অর্থাৎ বোঝাই যায়, শাহিদ-মীরা একে অপরের কাছে সব বিষয়ে সাবলীল। 

 


প্রসঙ্গত, ফের অ্যাকশনে অবতারে অনুরাগীদের মন কাড়তে আসছেন বলি অভিনেতা শাহিদ কাপুর। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই ছবির পরিচালনায় রয়েছেন বিশাল ভরদ্বাজ। এই ছবির মাধ্যমেই বলিউডের অ্যাকশন থ্রিলার ঘরানার ছবির জগতে হাত পাকাতে চলেছেন পরিচালক।  ভরপুর অ্যাকশনে মোড়া এই ছবিতে রয়েছে ছ'টি বড় অ্যাকশন দৃশ্য। ছবির জন্য নির্মাতার প্রথম থেকেই পছন্দ ছিলেন শাহিদ কাপুর। উল্লেখ্য, চলতি বছরের  ভালবাসা দিবস অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে মুক্তি পাচ্ছে শাহিদ কাপুর ও পুজা হেগড়ে অভিনীত ছবি 'দেবা'। এই ছবিতেও ছিল ভরপুর অ্যাকশন।