বলিউডের অন্দরমহলে ফের প্রেমের উষ্ণ হাওয়া। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মেট্রো... ইন দিনও’ ছবির সাফল্যে ভাসছেন সারা আলি খান। আর তার মধ্যেই দিল্লির এক গুরুদ্বারায় চুপিসারে দেখা গেল তাঁকে। অভিনেত্রীর সঙ্গে ছিলেন এক অপরিচিত  যুবক— অর্জুন প্রতাপ বাজওয়া। দু’জনে একসঙ্গে গুরুদ্বারায় পায়ে হেঁটে প্রবেশ করেন এবং ভিডিওতে তাঁদের একসঙ্গে বেরিয়ে যেতে দেখা যায়। পুরোটাই যেন চুপিচুপি, ঢাক গুড়গুড় ব্যাপার? আর তাতেই আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে প্রেমের গুঞ্জন!

 

আরও পড়ুন:  পরকীয়া, সহবাস, শারীরিক হিংসা— অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে শিউরে ওঠার মত বিস্ফোরক অভিযোগ তাঁর স্বামীর!

 

কে এই অর্জুন প্রতাপ বাজওয়া? অর্জুন শুধুই অভিনেতা নন। তিনি সংগীতশিল্পী, মার্শাল আর্ট প্র্যাক্টিশনার এবং একই সঙ্গে একজন রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর বাবা ফতেহ জং সিং বাজওয়া পাঞ্জাব বিজেপির ভাইস প্রেসিডেন্ট। যদিও বলিউডে অর্জুন এখনও পর্যন্ত খুব একটা মূলস্রোতের অংশ হয়ে ওঠেননি, কিন্তু তাঁর রেজ্যুমে বলছে অন্য কথা— প্রতিভায়, শৃঙ্খলায় এবং বহুমুখী দক্ষতায় ভর্তি এক জীবন।

 

অর্জুনের সিনেমা সফর শুরু হয়েছিল ব্যাকস্টেজে, ‘সিং ইজ ব্লিং’-এর মতো ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করার মাধ্যমে। পরে অভিনয়ে পা রাখেন ‘ব্যান্ড অফ মহারাজাস (Band of Maharajas) ’ ছবিতে। সংগীতেও তাঁর পদচারণা উল্লেখযোগ্য— ‘থিংকিং বাউট ইউ’, ‘হেল ক্যাট’, এবং ‘এনরুট’-এর মতো অরিজিনাল ট্র্যাকের পাশাপাশি তিনি টেক পাণ্ডা এবং কেনজানির সঙ্গে ‘পর্দা’ নামক ফিউশন গানেও কণ্ঠ মেলান।

 

এককথায় ইনস্টাগ্রাম হিরো থেকে সারার প্রেমের সম্ভাব্য পাত্র! ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ইতিমধ্যেই ৬০ হাজার ছাড়িয়েছে। ফলো করেন মালাইকা অরোরা, ভূমি পেডনেকর, হর্ণাজ কৌর সান্ধু, ঋদ্ধিমা পণ্ডিতের মতো বলিউড তারকারা। অর্থাৎ অর্জুন এখন ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন গ্ল্যামার দুনিয়ার মূলভিত্তিতে।

 

তবে সবচেয়ে বড় প্রশ্ন— সত্যিই কি প্রেম করছেন সারা-অর্জুন? এ নিয়ে এখনও পর্যন্ত কেউই মুখ খোলেননি। কিন্তু তাঁদের প্রকাশ্যে একসঙ্গে দেখা যাওয়া নেটিজেনদের কৌতূহল কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

 

অন্যদিকে কী করছেন সারা? এদিকে, সারা আলি খান এখন পরিবারকে সময় দেওয়ার দিকেও মনোযোগী। সম্প্রতি ভাই ইব্রাহিম আলি খানের ডেবিউ ফিল্ম ‘সরজমিন’-এর প্রিমিয়ারে তাঁকে সমর্থন করতে দেখা গিয়েছে। ছবিতে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন এবং কাজল, পরিচালনায় কায়োজে ইরানি।সারা-অর্জুনের এই সম্পর্ক গুজব না সত্য, তা সময়ই বলবে। কিন্তু একথা নিশ্চিত— অর্জুন প্রতাপ বাজওয়া নামটা এখন থেকেই নজরে রাখতেই হবে!

 

প্রসঙ্গত, কিছুদিন আগে নেটিজেনদের ট্রোলের মুখোমুখি হয়েছিলেনস সারা। মুম্বইয়ে 'মেট্রো ইন দিনও' ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে, সারা আলি খানকে সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয় 'বলিউডে তাঁর প্রিয় দম্পতি কারা? যাঁরা বিবাহিত এবং সফল? এই প্রশ্ন শুনে, সারা প্রথমে এমন ভাবে প্রতিক্রিয়া জানালেন যে তিনি কিছুই বুঝতে পারলেন না। এরপরে, যখন সারা বুঝতে পারলেন, তিনি বললেন- 'আমার বাবা এবং করিনা'। অর্থাৎ তাঁর চোখে সইফ এবং করিনা প্রিয় বিবাহিত দম্পতি। যদিও অভিনেত্রীর এই জবাব সামনে আসতেই নেটিজেনদের কটাক্ষের শিকার তিনি।