সংবাদসংস্থা মুম্বই: কিছুদিন আগে অভিনেত্রীর নাম জড়িয়েছিল জুনিয়র বচ্চন অভিষেকের সঙ্গে। অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্যে নাকি তৃতীয় ব্যক্তি হিসাবে তিনিই প্রবেশ করেছিলেন, এমন গুঞ্জন রটেছিল। 

 

 

 

 

যদিও এই রটনাকে পাত্তা দেননি নিমরত। এমনকী জানা গিয়েছিল, মেয়ে আরাধ্যাকে নিয়ে এখন বচ্চন পরিবারের থেকে আলাদা থাকেন রাই সুন্দরী। কিন্তু দাম্পত্যে গোলযোগ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি দু'জনের কাউকেই। কিন্তু সেই সব গুজব এক লহমায় শেষ করে দিয়েছিলেন জুটিতে৷ বিচ্ছেদের গুঞ্জন সরিয়ে একসঙ্গে ধরা দিয়েছিলেন জুটিতে।

 

 

 

তবে চর্চা যেন কিছুতেই পিছু ছাড়ছে না নিমরতের। এবার প্রেম, বিয়ে নিয়ে অকপট অভিনেত্রী। যদিও নিমরতের বেশ কিছুদিন আগের একটি সাক্ষাৎকার এখন পুণরায় ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যেখানে নিজের বিয়ে নিয়ে চাঁচাছোলা জবাব দেন অভিনেত্রী। 

 

 

 

 

নিমরতের যে সাক্ষাৎকারটি ভাইরাল হয়েছে, সেখানে তিনি বলেছেন, "ইরফান খানের সঙ্গে 'লাঞ্চবক্স' ছবিটির সাফল্যের পর সবাই আমার কাজ নিয়ে কথা বলত, প্রশংসা করত। এখন হাতে তেমন কাজ নেই, হিট নেই, তাই সবাই বিয়ের কথা বলছে। কেরিয়ারে ফাঁকা সময় এলেই কি বিয়ে করতে হবে? এটাই কি একমাত্র উপায়! আমার তো তা মনে হয় না। লোকে কবে বুঝবে?"