সংবাদসংস্থা মুম্বই: বলি অভিনেত্রী হিনা খানের ক্যানসার আক্রান্ত হওয়ার খবরে ভেঙে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু অভিনেত্রীর মনের অদম্য জোর দেখে তাঁকে আশ্বাস দিতে ঘুরে দাঁড়িয়েছেন অনুরাগীরাও। ক্যানসারের সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারের তৃতীয় পর্যায় তাঁর। চলছে কেমোথেরাপি। মারণ রোগের সঙ্গে লড়াই করে স্বাভাবিক জীবনে ফেরার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হিনার এই লড়াই অনুপ্রেরণা জোগায়, এমনই মন্তব্য জুহি পারমারের। হিনাকে ‘স্ট্রং’ বলেছেন মৌনী রায় ও ভারতী সিং। এই আবহেও মনোবল না হারিয়ে তিনি নতুন উদ্যমে জীবনকে উপভোগ করতে ব্যস্ত এই অভিনেত্রী। খবর, ‘বিগ বস’-এর চলতি সপ্তাহের ‘উইকেন্ড কে ভার’-এ সলমনের সঙ্গে এক মঞ্চে হাজির হবেন হিনা! সেখানে সলমন তাঁকে চলতি সিজনের ‘বিগ বস’-এর সমস্ত প্রতিযোগীদের সঙ্গে আলাপ করিয়ে দেবেন। তাঁদের সঙ্গে হাসি-আড্ডাও ভাগ করবেন 'বিগ বস' ঘরের এই প্রাক্তন প্রতিযোগী। উল্লেখ্য, ‘বিগ বস’-এর ১১ নম্বর সিজনের অন্যতম প্রতিযোগী ছিলেন হিনা। 

 

প্রসঙ্গত, স্তন ক্যানসারের তৃতীয় স্টেজে আক্রান্ত হিনা আগেই নিজের পছন্দের লম্বা চুল কেটে ছোট করে দিয়েছিলেন। কিন্তু কেমোথেরাপির ফলে আরও ঝরছে চুল। এইভাবে নিজের চুলের ঝরে পড়া দেখতে দেখতে অবসাদ ফেলেছিলেন হিনা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন তিনি। সেইসঙ্গে বলেছেন কিছু আবেগঘন কথাও। হিনা বলেছিলেন, “কেমোর পর নিজের হাতে ছোট করে চুল কেটে ফেলেছিলাম। ভালই লাগছিল। কিন্তু এই পিক্সি কাট বেশিদিন রাখতে পারলাম না। আবার যখন নতুন চুল আসবে, আমি এই পিক্সি কাটটাই রাখব।” তবে শুধু ক্যানসার নয়, অভিনেত্রীর শরীরে থাবা বসিয়েছে আরও এক রোগ।কেমো থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর শরীরে নতুন রোগ দানা বেঁধেছে। মিউকোসাইটিসে আক্রান্ত অভিনেত্রী।