সংবাদ সংস্থা মুম্বই: উদিত নারায়ণের চুম্বন কাণ্ড নিয়ে এখনও সরগরম বলিপাড়া থেকে সম্যমাধ্যম। নিজস্বী তুলতে আসা তরুণী অনুরাগিণীকে আচমকা জাপটে ধরে তাঁর ঠোঁটে ঠোঁটে গুঁজে চুমু খেয়েছিলেন উদিত। তার-ই মাঝে ‘কাল হো না হো’ ছবিখ্যাত পরিচালক নিখিল আদবানির বিরুদ্ধে 'চুমু' নিয়ে সরব হলেন তাঁরই ছবি ‘সালাম-এ-ইশক’-এর অভিনেত্রী অঞ্জনা সুখানি!
সম্প্রতি, এক সাক্ষাৎকারে, নিখিল আদবানিকে ‘অসভ্য’, ‘রূঢ়’র মতো বাছাই করা বিশেষণে ভরিয়ে দিয়েছেন অঞ্জনা। অভিনেত্রী জানিয়েছেন, তখন তিনি ইন্ডাস্ট্রিতে একেবারে আনকোরা নতুন। নিখিল আদবানির ‘সালাম-এ-ইশক’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন। তাঁর দাবি, একদিন শুটিং ফ্লোরে গিয়ে অনিল কাপুরের সঙ্গে একটি দৃশ্য শুট হওয়ার ঠিক আগের মুহূর্তে জানতে পারলেন অনিলের ঠোঁটে ঠোঁট রেখে ভেজা চুমু খেতে হবে তাঁকে। “শুনে কান্না পেয়ে গিয়েছিলাম। তখন আমি নতুন, কাউকে চিনি না। কে শুনবে আমার কথা? চিত্রনাট্যের প্রয়োজনে পর্দায় অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ হতে কোনও আপত্তি নেই আমার। কিন্তু অনিল কাপুরকে ঠোঁটে ঠোঁট রাখতে হবে একথা আমাকে আগে পরিচালক জানাননি একটিবারের জন্য। অরে বাবা, দিনের শেষে হাজার হোক এটা তো একপ্রকার শারীরিক ঘনিষ্ঠতা। আগে থেকে জানলে, নিজেকে প্রস্তুত করা যায়। এক ঘন্টা আগেও আমাকে জানানো হয়নি। জানানো হয়েছিল বটে তা স্রেফ শুটিংয়ের আগের মুহূর্তেই! আমার প্রশ্ন, ঠিক এই ব্যাপারটাই কি একজন তারকা-সন্তানের সঙ্গে এটা কী করার সাহস হতো?”
এখানে না থেমে তিনি আরও বলে চলেন, “ইন্ডাস্ট্রির অন্দরে মনে করা হয়, যে নতুন এসেছে তাঁর সঙ্গে যা খুশি তাই-ই করা যায়। কারণ সে তো না করার জায়গায় নেই। আমিও সেদিন না করতে পারিনি ভয়ে। কারণ, না বললে হয়তো আমাকে সেই ছবিটা থেকেই বাদ দিয়ে দেওয়া হতো।” অঞ্জনা আরও জানান, এই বিষয় নিয়ে তিক্ততা আজও তাঁর মনে রয়ে গিয়েছে। যদিও নিখিল আদবানির সঙ্গে এরপর এই ঘটনাটি নিয়ে কোনওদিন ঝামেলা করেননি, সেকথাও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ভাইরাল হওয়া উদিত নারায়ণের এক ভিডিওতে দেখা গিয়েছিল, জোরকদমে অনুষ্ঠান করছিলেন শিল্পী। মঞ্চ থেকে গাইছিলেন ‘টিপ টিপ বরসা পানি’। এমন সময় তাঁর সঙ্গে নিজস্বী তোলার আবদার নিয়ে হাজির হন এক তরুণী। দেখে এগিয়ে আসেন গায়ক। নিজস্বী তোলাকালীন হঠাৎ উদিতের গালে চুমু খেয়ে বসেন ওই তরুণী। সঙ্গে সঙ্গে পাল্টা ওই তরুণীর ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরেন উদিত নারায়ণ। ততক্ষণে হইহই দর্শকাসনে, হতচকিত হয়ে যান ওই মহিলা অনুরাগী। এরপর সেখান থেকে তিনি দ্রুত সরে আসেন। সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিও। তীব্র কটাক্ষ, সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে গায়কের এই কীর্তি দেখে। এই বিতর্ক মিটতে না মিটতেই ফের ভাইরাল অন্য এক তরুণী অনুরাগিণীর ঠোঁটে ঠোঁট লাগিয়ে উদিতের গভীর চুমুর ভিডিও!
