সংবাদ সংস্থা মুম্বই: হিন্দি ফিল্মজগতে হাস্যরস পরিপূর্ণ ছবির তালিকায় উঁচুর দিকেই নাম থাকবে ‘ওয়েলকাম’ ছবির। ছবির মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কইফকে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়েলকাম’ ছবিটি শুধুমাত্র অক্ষয়ের জন্য নয়, নানা পটেকরের জন্যও গুরুত্বপূর্ণ। উদয় শেট্টির চরিত্রে নানার চরিত্রে অভিনয় দর্শকের মন জিতে নেয়। সেই ছবিমুক্তির এত বছর পরেও উদয় শেঠির সংলাপ দর্শকের স্মৃতিতে আজও স্পষ্ট। তবে শুধু-ই সাধারণ দর্শক নয়, নানা অভিনীত এই চরিত্রের সংলাপ যে মন জিতে নিয়েছিল বলি-তারকাদের, তার অন্যতম উদাহরণ ভিকি কৌশল।
ক্যাটরিনা অভিনীত কোন ছবি তাঁর সবথেকে পছন্দের? সম্প্রতি, এক সাক্ষাৎকারে এই জবাব দিয়েছেন ভিকি। জানান, ক্যাট অভিনীত ‘ওয়েলকাম’ এবং ‘সিং ইজ কিং’ তাঁর বড্ড পছন্দের। আরও জানান, ‘ওয়েলকাম’ ছবি তাঁর এতটাই পছন্দের যে সংসারে ক্যাটরিনার সঙ্গে তাঁর কোনও বিষয়ে মতান্তর হওয়াকালীন-ও ‘ওয়েলকাম’-এর উদয় শেঠির সংলাপ তিনি ব্যবহার করেন! মজার সুরে ভিকি বলেন, “যখন পরিস্থিতি দেখি হাতের বাইরে চলে যাচ্ছে, তখন তো ওকে বলে দিই কন্ট্রোল উদয় কন্ট্রোল!”
প্রসঙ্গত, ভিকিকে বলা হয় 'আদর্শ স্বামী'র অন্যতম উদাহরণ। সে প্রসঙ্গ উঠতেই লাজুক হেসে 'ছাবা' অভিনেতা জানিয়েছেন সংসারের বন্ধন ধীরে ধীরে দৃঢ় হয়। স্বামী-স্ত্রী হিসাবে পরস্পরকে বুঝতে চাওয়ার ক্রমাগত চেষ্টা এবং পরস্পরের থেকে নানান ব্যাপার শেখাই সুখের সংসারের চাবিকাঠি।
প্রসঙ্গত, চলতি মাসেই মুক্তি পাবে ভিকি কৌশল-রশ্মিকা মন্দানা অভিনীত ছবি ‘ছাবা’। ছবিতে জেশুবাঈ এবং ছত্রপতি শম্ভাজি মহারাজ-এর চরিত্রে ধরা দিয়েছেন রশ্মিকা এবং ভিকি। ‘ছাবা’তে মুঘলসম্রাট ঔরঙ্গজেব-এর ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না।ভিকি-ও। বললেন “ছত্রপতি শম্ভাজি মহারাজকে ধরতে পাক্কা ৯ বছর লেগেছিল ঔরঙ্গজেবের। ছবিতে বহু দৃশ্য আছে, যেখানে দেখা যাবে শম্ভাজি মহারাজকে গরু খোঁজা খুঁজছে মোগলরা। অস্থির হয়ে উঠেছেন ঔরঙ্গজেব-ও। মূলত, তাঁদের প্রতিদ্বন্দ্বী-ই এই ছবির মূল উপজীব্য। ছবিতে শম্ভাজির বিক্রম, গর্জনের সঙ্গে অদ্ভুতভাবে টক্কর দিয়েছে ঔরঙ্গজেবের ধূর্ততা এবং ক্রুরতা।”
