অভিনেতা, সমাজসেবী, প্রকৃতির বন্ধু—সবকিছু মিলিয়ে ধীরে ধীরে এক মানবিক প্রতিচ্ছবি হয়ে উঠেছেন সোনু সুদ। এবার নিজের মুম্বইয়ের আবাসনে একটি জীবন্ত সাপ খালি হাতে ধরে উদ্ধার করে আবারও প্রমাণ করলেন, সাহস আর সংবেদনশীলতার এই মিশেলটা তিনিই অনায়াসে বহন করতে পারেন।
শনিবার সোনু ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে একটি নির্বিষ ধরনের সাপ তাঁর আবাসনের ভিতরে ঢুকে পড়েছে।সোনু ঠান্ডা মাথায় খালি হাতে সাপটি ধরেন এবং বলেন— “এই সাপটা আমাদের সোসাইটিতে ঢুকে পড়েছিল। এটি এক ধরনের রযাতেট স্নেক, নির্বিষ। কিন্তু তাও সাবধান থাকা খুব দরকার। এমন কোনও পরিস্থিতি এলে পেশাদার সাপ-ধরিয়েদের ডাকুন। আমি জানি কীভাবে ধরতে হয়, তাই ধরেছি। কিন্তু দয়া করে নিজেরা চেষ্টা করবেন না। সাবধান থাকা খুব, খুব দরকার।” পরে সাপটিকে একটি বালিশের কভারের ভিতর রেখে নিজের সহায়ক দলকে অভিনেতা নির্দেশ দেন সেটিকে নিকটবর্তী বনাঞ্চলে ছেড়ে দিতে।
তবে এই সাপ উদ্ধারের আগে সম্প্রতি আরও একবার হৃদয় জয় করে নিয়েছিলেন সোনু। না, তাঁর অভিনয় দিয়ে নয়। বরং মানবিক গুণের সুবাদেই। ৭৬ বছরের এক কৃষককে 'জোড়া বলদ' উপহার দিয়েছিলেন সোনু। এই সাপ উদ্ধারের কয়েকদিন আগেই ভাইরাল হয়েছিল লাতুর জেলার হাডোলতির ৭৬ বছরের চাষি আম্বাদাস পাওয়ারের ভিডিও—যিনি বলদের অভাবে নিজেই গরুর জায়গায় হাল টানছিলেন।
ভিডিওটি দেখে সঙ্গে সঙ্গে সোনু X-এ (সাবেক টুইটার) লেখেন— “আপনি নম্বর পাঠান, আমরা বলদ পাঠাবো।” কথা রেখেছেন সোনু। আম্বাদাস পাওয়ারের জন্য পাঠিয়েছেন একটি জোড়া বলদ, যাতে তাঁর চাষের কাজটা আর একটু সহজ হয়।
পর্দায় নায়ক তো অনেকেই হন, কিন্তু বাস্তবে? সোনু সুদের মতো হাতেগোনা কিছু মানুষই প্রকৃত নায়ক। সাপ হোক বা অসহায় কৃষক—যেখানেই বিপদ বা যন্ত্রণা, সেখানেই হাত বাড়িয়ে দেন সোনু সুদ। তিনি শুধুই অভিনেতা নন, তিনি আজকের ভারতের ‘অসাধারণ সাধারণ মানুষ’-এর প্রতিচ্ছবি।অভিনেতা, পরিচালক, মানুষ—তিন রূপেই অনন্য সোনু।
