বলিউডে যেমন কাজ করছেন বহু টলি তারকা। তেমনই বলিউড তারকাদের আধিক্য এখন চোখে পড়ছে টলিউডেও। ইন্ডাস্ট্রিতে মিশে যাচ্ছে তারকাদের কাজ। এবার টলিউডে অভিষেক হতে চলেছে অভিনেতা শরমন জোশীর। হিন্দি ছবি থেকে সিরিজের জগতে বিপুল জনপ্রিয় তিনি। তাঁকে এবার দেখা যাবে বাংলা ছবিতেও। বাঙালি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা। ছবির নাম 'ভালোবাসার মরশুম'। পরিচালনায় এম এন রাজ। প্রযোজনার দায়িত্বে মেহর এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, হিমানি ফিল্মস এবং ফ্লোটিং ওয়াটার।
সম্প্রতি,দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে উদ্বোধন হল ছবির প্রথম মোশন পোস্টার। অনুষ্ঠানে হাজির ছিলেন শরমন এবং সুস্মিতা। তাঁদের সঙ্গ দিলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় এবং বর্ষীয়ান অভিনেত্রী রুমকি চট্টোপাধ্যায়। শরমনের মায়ের ভূমিকায় দেখা যাবে রুমকি চট্টপাধ্যায়কে এবং খরাজ-ও রয়েছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এছাড়াও ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খাইরুল বাসারকে। শোনা যাচ্ছে, জনপ্রিয় বাংলাদেশি নায়িকা তানজিন তিশাকে দেখা যাবে এই ছবিতে। ভিসার সমস্যার কারণে তানজিন তিশা আস্তে পারেননি এই অনুষ্ঠানে, জানালেন ছবির পরিচালক।

অল্প কথায় শরমন বললেন, “হিন্দি ছবি ছাড়াও বিভিন্ন আঞ্চলিক ভাষার ছবিতে কাজ করছি। পাইপলাইনে মারাঠি, দক্ষিণী ছবি রয়েছে। তাই এমন যাবে বাংলা ছবিতে কাজ করার সুযোগ পেয়ে আমি আপ্লুত। ভালবাসার গল্পে সবসময় একটা আলাদা মাদকতা, মাধুর্য থাকে, মনকেমন থাকে, এ ছবির গল্পেও তাই আছে। সবচেয়ে বড় কথা জীবন আছে। আর জীবন নিয়ে যখন কথা উঠল, তখন এটাও বলি, ভালবাসা তো গুরুত্বপূর্ণ বটেই তবে তার থেকে অনেক বেশি বড় জীবন।"সামান্য থেমে থ্রি ইডিয়টস ছবিখ্যাত এই অভিনেতা আরও বলেন, " আমি সুস্মিতার ব্যাপারে শুনেছি। ওর অভিনীত ছবিও দেখেছি। ওর সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমিও খুশি। এছাড়াও বাকিরা যাঁরা রয়েছেন, তাঁরা অনেক অভিজ্ঞ। জমাটি কাজ হবে।” 
 
 আজকাল ডট ইন-কে সুস্মিতা জানালেন, তিনি প্রথমত অভিনেতা শরমন জোশীর ভীষণ ভক্ত। তাই তাঁর প্রিয় অভিনেতার সঙ্গে এক ছবিতে কাজ করার সুযোগ পেয়ে যারপরনাই খুশি। সামনের মাস থেকেই দার্জিলিং, মুর্শিদাবাদ জুড়ে চলবে এই ছবির শুটিং। আরও জানালেন, এ ছবিতে তাঁর অভিনীত চরিত্রটি বেশ দুষ্টু-মিষ্টি। 

পাশ থেকে খানিক মজা করে খরাজ মুখোপাধ্যায় বলে উঠলেন, “এর আগে একাধিক বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি। কিন্তু শরমনের সঙ্গে কাজ করব বলে উত্তেজনায় খানিক বুক ধড়ফড় করছে। আশা করি, সব ঠিক হয়ে যাবে। আর একটা কথা, এ ছবির গল্প ভারী মিষ্টি। সঙ্গে পাহাড়ের কোলে শুটিং চলবে, ভালবাসার গল্পে যা অনুঘটকের কাজ করবে এটুকু বলতে পারি। আর শরমন যেন আমাদের সঙ্গে, আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে স্বাচ্ছন্দ্যবোধ করে, সে দায়িত্বও আমাদের নিতে হবে।”
এই ছবির জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন শরমন। অভিনেতার মুখে এই প্রথমবার বাংলা ভাষা শুনবেন তাঁর অনুরাগীরা। তাই এখন জোরকদমে চলছে তার প্রস্তুতি। কিন্তু কে বাংলা শেখাবেন তাঁকে? জানা যাচ্ছে জামাইবাবু অর্থাৎ অভিনেতা রোহিত রায়ের কাছেই বাংলা ভাষার প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেতা। শরমন অবশ্য মজা করে আজকাল ডট ইন-কে জানালেন, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের থেকে আপাতত বাংলা শিখছেন তিনি। অবশ্য এই বাংলা শেখার ক্লাস সবেমাত্র ঘন্টাখানেকের হয়েছে। তবে যেভাবে চলছে তিনি তাতে আশাবাদী।

এর আগে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে শরমন যোশীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, “বাংলা শিখছি। চরিত্রটা যাতে ভালভাবে ফুটিয়ে তুলতে পারি সেই চেষ্টায় আছি। জামাইবাবু তো বাঙালি, তাই তাঁর কাছেই শিখছি। বাংলা ভাষার প্রতি আমার আগ্রহও প্রচুর। তাই ভালবেসে কাজটা করব। পুরো বিষয়টি প্রযোজনা সংস্থা দেখছে তাই এখনই চরিত্রটা নিয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না। কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি।”
ছবির গল্পে দুই জুটির নানা ওঠাপড়া ফুটে উঠবে। প্রেম, বিয়ে, দাম্পত্য সবকিছু নিয়েই তৈরি হতে চলেছে এই ছবিটি। দার্জিলিং আর মুর্শিদাবাদ জুড়ে হবে ছবির শুটিং৷ সেপ্টেম্বরে পুজোর আগেই ছবির বেশিরভাগ অংশের শুটিং সারবেন বলে জানিয়েছেন পরিচালক। এর আগে তিনি জিৎ অভিনীত ‘রাবণ’ ছবির পরিচালনা করেছিলেন রাজ। জানা গিয়েছে, 'ভালবাসার মরশুম' সিনেমায় শরমন অভিনীত চরিত্রের নাম আবির। তানজিন তিশা ও সুস্মিতার চরিত্রের নাম হিয়া ও পারমিতা। গল্পে দেখা যাবে, কলেজে পড়ার সময় প্রফেসর আবিরের প্রেমে পড়ে হিয়া। কিন্তু আবির তখনও ভুলতে পারেনি তার সাবেক প্রেমিকা পারমিতাকে।
