বলিউড তারকা সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলা দত্ত আবারও শিরোনামে। নিজের জন্মদিনের কয়েকদিন পরেই তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন, যেখানে ‘পরিবার’ নিয়ে খোলাখুলি ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে তাঁকে।
কী লিখলেন ত্রিশলা? স্টোরিতে ত্রিশালা লেখেন—“শরীরে এক রক্ত বইলেই যে, জীবনে তাঁকে স্থান দিতে হবে এমন কথা নেই… কখনও কখনও জীবনের সবচেয়ে ক্ষতিকর, অবহেলাকারী গুরুত্বহীন মানুষই আমাদের পরিবারের অংশ হয়। পরিবারের তকমা নিয়ে ঘুরে বেড়ায়। নিজের মানসিক শান্তি রক্ষা করার দায়িত্ব তোমার নিজের।মানসিক শান্তি রক্ষার জন্য তুমি চাইলে দূরে সরে যেতে পারো। কম যোগাযোগ বা একেবারেই যোগাযোগ না রাখার অধিকার তোমার আছে।”
তিনি আরও যোগ করেন— “ ‘পরিবার’-এর তকমা পাওয়া মনেই পরিবারের সদস্যের উপর অত্যাচার করার, অপরাধবোধ চাপিয়ে দেওয়ার বা মানসিকভাবে আঘাত করার ফ্রি পাস নয়। যেই হোক না কেন, এমনকি যদি সে তোমায় বড় করেও থাকে, তবুও তুমি কাউকে বারবার তোমায় আঘাত করার সুযোগ দিতে বাধ্য নও।”

এই খোলামেলা বার্তা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে—সব ঠিক আছে তো সঞ্জয় দত্ত-কন্যার ব্যক্তিগত জীবনে? তাহলে কি ফের শুরু হল সঞ্জয়-ত্রিশলা সম্পর্কের টানাপোড়েন?
জুলাইয়ের ২৯ তারিখে যখন সঞ্জয় দত্ত ৬৬ বছর পূর্ণ করেন, তখন ত্রিশলা সোশ্যাল মিডিয়ায় একটি পুরোনো ছবি শেয়ার করে লিখেছিলেন— “প্রতিদিন তোমাকে আরও একটু বেশি ভালবাসি।”অন্যদিকে, ১০ আগস্ট ত্রিশলার জন্মদিনে সঞ্জয়ও শুভেচ্ছা জানাতে ভোলেননি। সব মিলিয়ে প্রকাশ্যে বাবা-মেয়ের সম্পর্কে কোনও দ্বন্দ্বের ছায়া দেখা যায়নি। তবে ত্রিশলার সাম্প্রতিক পোস্টে যেন সেই ছবিতে নতুন প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে।
ত্রিশলা সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিচা শর্মার কন্যা। রিচা ১৯৯৬ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে প্রয়াত হন। বর্তমানে নিউ ইয়র্কে বসবাসকারী ত্রিশালা পেশায় একজন মনোবিদ। অন্যদিকে, সঞ্জয় পরবর্তী সময়ে মান্যতা দত্তকে বিয়ে করেন ২০০৮ সালে। তাঁদের দুই সন্তান—শাহরান ও ইকরা—অভিনেতার সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে নজর কাড়ে।
অভিনয়ের ময়দানে সঞ্জয় দত্ত এইমুহূর্তে যারপরনাই ব্যস্ত। তিনি শীঘ্রই দেখা দেবেন আদিত্য ধরের পরিচালনায় “ধুরন্ধর”-এ, যেখানে প্রথমবারের মতো রণবীর সিং-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। ছবিতে আরও থাকছেন আর. মাধবন, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, সারা অর্জুন, রাকেশ বেদি ও জিমি শেরগিল।
ত্রিশালার এই পোস্ট নিছকই আত্ম-অবলোকনের বার্তা, নাকি তার সঙ্গে পরিবারের টানাপোড়েনের ইঙ্গিত—এ নিয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে বলিউড মহলের অন্দরে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে জোরকদমে।
