সংবাদ সংস্থা মুম্বই: আগেই বড় পর্দায় অভিষেক ঘটেছে আমির খানের ছেলে জুনেইদ খানের। তাঁর প্রথম ছবি নিয়ে বেশ চর্চায় ছিলেন অভিনেতা। ছবির নাম ছিল ‘মহারাজ’। এরপর চলতি বছরের মে মাস নাগাদ শোনা গিয়েছিল, জুনেইদ এবার জুটি বাঁধছেন শ্রীদেবী কন্যার সঙ্গে। জাহ্নবী নয়, অভিনেতার বিপরীতে থাকছেন শ্রীদেবীর ছোট মেয়ে অর্থাৎ খুশি কাপুর। খুশির সঙ্গে জুনেইদের জুটি বাঁধায় বেশ উচ্ছ্বসিত হয়েছিল দর্শক মহল। রোম্যান্টিক ঘরানার এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। তবে ছবির নাম তখনও চূড়ান্ত করা ছিল না। এবার হল। 'লভইয়াপ্পা'।
ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অদ্বৈত চন্দন। এর আগে তাঁর পরিচালিত ছবি 'লাল সিং চড্ডা'য় মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল আমির খানকে। ফেরা যাক, 'লভইয়াপ্পা'র প্রসঙ্গে। জানা গিয়েছে, নয়া প্রজন্মের প্রেম ও সম্পর্কের নানা জটিলতা, চড়াই-উৎরাই হতে চলেছে এই রোম্যান্টিক কমেডি ছবির মূল প্রেক্ষাপট। তার সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে হাসি, মজা এবং হুল্লোড়। সূত্রের খবর, ছবিতে সুরের একটি বড় ভূমিকা থাকবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৫ এর ৭ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
অন্যদিকে, করণ জোহরের প্রযোজনায় 'সরজমিন' ছবিতে সইফ-পুত্র ইব্রাহিম আলি খানের বিপরীতে দেখা যাবে খুশিকে। ইব্রাহিম না জুনেইদ? কার সঙ্গে সবচেয়ে বেশি জমবে খুশির রোম্যান্স? সেই অপেক্ষায় দর্শক। যদিও খুশির অভিনয় সফর জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে। তবে সেই ছবি মন কাড়তে পারেনি দর্শকদের। তাই অভিনেত্রীর আসন্ন ছবির অপেক্ষায় তাঁর অনুরাগীরা।
